Mahindra-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে Kia, দেশের চতুর্থ বৃহত্তম গাড়ি সংস্থা হওয়ার দৌড়ে এগিয়ে গেল
২০১৯ সালে ভারতে আত্মপ্রকাশ করে হুন্ডাইয়ের শাখা কিয়া (Kia)। এ দেশে সংস্থার প্রথম লঞ্চ করা মডেলটি ছিল Seltos এসইউভি। প্রিমিয়াম ডিজাইন, পারফরম্যান্স, ও দুর্দান্ত ফিচারকে পুঁজি করে জনপ্রিয়তা বাড়াতে শুরু করে কিয়া। পুরনো মডেলের পাশাপাশি লেটেস্ট মডেলও বিকোচ্ছে দেদার। আর এই সাফল্যকে ভর করেই কোরিয়ান গাড়ি নির্মাতাটি ভারতবর্ষের পাঁচ লক্ষ গাড়ি বিক্রির মাইলস্টোন ছুঁয়ে ফেলল।
এদেশে দ্রুততম বৃদ্ধি পাওয়া গাড়ি নির্মাতা হল কিয়া। এই উন্নতিতে সবচেয়ে বড় অবদান তাদের প্রথম এবং বেস্ট সেলিং গাড়ি Seltos এর। বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম গাড়ি সংস্থা Mahindra-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তারা। সংস্থার লেটেস্ট এমপিভি বা বড় গাড়ি Carens এর সৌজন্যে অনেক তাড়াতাড়ি এই মাইলফলকে পৌঁছানো সম্ভব হয়েছে। এই মডেলটি গত ফেব্রুয়ারিতে লঞ্চ করার পর থেকেই শেষ পাঁচ মাস ধরে কিয়ার বিক্রিকে ত্বরান্বিত করেছে।
Carens এর সৌজন্যে পাঁচ মাসের কম সময়ে গাড়ি বিক্রির সংখ্যা ১ লক্ষ ইউনিট স্পর্শ করেছে। সংস্থার দাবি তাদের অনন্তপুরের কারখানা থেকে রপ্তানি ধরে মোট ৬,২৪,২২৪টি গাড়ি উৎপাদিত হয়েছে। উপরন্তু সংস্থার গোটা বিশ্বের ব্যবসায় ৬ শতাংশ অংশীদারিত্ব কেবলমাত্র ভারতীয় শাখা থেকেই। বিশ্বজুড়ে কিয়ার যত গাড়ি বিক্রি হয়, তার ৬ শতাংশ অবদান রাখছে ভারত। কিয়া ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, "এই তিন বছরের মধ্যে আমরা ভারতের শুধুমাত্র একটি প্রতিষ্ঠিত সংস্থা হিসেবেই গড়ে উঠিনি, পাশাপাশি নতুন প্রযুক্তির আগমনও ঘটিয়েছি। তাই এই সাফল্যের ভাগীদার আমাদের সিস্টেমের অন্তর্গত প্রত্যেকেই।"
কিয়ার বিক্রি হওয়া প্রতি ১০০টি গাড়ির মধ্যে ৬০টি Seltos মডেলেরই। আবার দেশ বিক্রিত দশ কম্প্যাক্ট এসইউভির মধ্যে চারটিই হল এই মডেলের। প্রতিযোগিতায় তার থেকে এগিয়ে আছে Hyundai Creta। অন্য দিকে সংস্থার দ্বিতীয় বেস্ট সেলিং মডেল হল Sonet। মোট বিক্রিতে যার অবদান ৩২ শতাংশ। আবার তিন সারির এমপিভি সেগমেন্টে Carens এর অংশীদারিত্ব ১৮ শতাংশ। তার আগে রয়েছে Maruti Suzuki Ertiga ও Toyota Innova Crysta।