Kia EV6: কিয়া ভারতে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি থেকেই আয় করল 60 কোটি টাকা

By :  techgup
Update: 2022-06-03 10:37 GMT

অফিসিয়াল লঞ্চের চব্বিশ ঘন্টা পেরিয়েছে। কিন্তু তার আগেই ভারতে কিয়ার প্রথম বৈদ্যুতিক গাড়ি Kia EV 6-এর স্টক শেষ। এসেছিল একশো ইউনিট। কিন্তু বুকিং তার তিনগুণেরও বেশি‌। আর শুধু EV6 বিক্রি করেই Kia-র পকেটে ঢুকতে চলেছে ষাট কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত, মে-র শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল বুকিং। কিয়ার তরফে জানানো হয়েছিল, শুধু একশোটি এই গাড়ি উপলব্ধ হবে প্রাথমিক পর্যায়ে‌‌। এই সিদ্ধান্তের পিছনে কারণ অবশ্য খোলসা করা হয়নি। তবে বিশ্বজুড়ে চিপের যে আকাল এবং সম্পূর্ণ তৈরি করে ভারতে আমদানির ফলে গাড়িটি স্বল্প সংখ্যায় আনা হচ্ছে বলে অনুমান করা যায়। আবার প্রিমিয়াম মডেল এনে বাজারে জল মেপে দেখার সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ।

Kia EV6 ভারতে GT Line RWD এবং GT Line AWD‌ ভ্যারিয়েন্টে এসেছে। প্রথমটির দাম ৫৯.৯৫ লাখ এবং দ্বিতীয়টির মূল্য ৬৪.৯৫ লাখ টাকা ধার্য করা হয়েছে। শুধু RWD ভার্সনের কথা বিবেচনা করলে বলা যায়, এটি বিক্রি করে ৬০ কোটি টাকার উপরে আয় করেছে কিয়া। দু’টি ভ্যারিয়েন্টেই ৭৭.৪ কিলোওয়াট ব্যাটারি রয়েছে‌। RWD-এর রেঞ্জ ৫২৮ কিমি‌‌‌। অন্য দিকে, AWD-এ ডুয়াল মোটর থাকায় রেঞ্জ অনেকটাই কম‌। একচার্জে ৪২৫ কিমি চলতে পারবে এটি।

প্রথম একশো জনের মধ্যে না থাকলে সদ্য লঞ্চ হওয়া BMW i4 ভাল অপশন হতে পারে। যার দাম ৬৯.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি ৫৯০ কিমির রেঞ্জ দেয়৷ এবং Kia EV6-এর মতো এতেও নানা সিকিউরিটি, কমফোর্ট ও এন্টারটেনমেন্ট ফিচার বর্তমান।

Tags:    

Similar News