বাজারে আসার ছয় মাসের মধ্যে ৫০,০০০ বুকিং আর বিক্রি ৩১,০০০ ছুঁইছুই। Carens মাল্টি পারপাস ভেহিকেল (MPV)-এর উপর কিয়া যে বাজি ধরেছিল, তার রিটার্ন দিতে শুরু করেছে এটি। ২০ লাখের মধ্যে তিন সারির বড় গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে Kia Carens। কিয়া-র তরফ থেকে জানানো হয়েছে, বিগত ছয় মাসে গাড়িটির ৩০,৯৫৩ ইউনিট বেচেছে তারা।
Kia Carens এই বছরের ফেব্রুয়ারিতে ভারতে পা রেখেছিল। লঞ্চের সময় এর বেস ভেরিয়েন্টের প্রারম্ভিক দাম ৮.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়৷ এবং এবং টপ মডেল লাক্সারি প্লাস ট্রিমের দাম ১৬.১৯ লক্ষ টাকা রাখা হয়। যদিও কারেন্স-এর দাম তিন মাস আগে ৭০,০০০ টাকা বাড়ানো হয়েছে। গত মার্চে সংস্থার দ্বিতীয় বেস্ট সেলিং গাড়ির মডেলে পরিণত হয়েছে এটি। তার আগে শুধুমাত্র Seltos রয়েছে।
Kia Carens ভারতে ১৫টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। যার মধ্যে ১২টি ম্যানুয়াল ও ৩টি অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত। ট্রিমের সংখ্যা পাঁচ - প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাক্সারি এবং লাক্সারি প্লাস৷ দুটি পেট্রোল এবং একটি ডিজেল ইঞ্জিন অপশন রয়েছে। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ১১৫ এইচপি ক্ষমতা ও ১৪৪ এনএম টর্ক পাওয়া যায়। আর ১.৪ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে উৎপন্ন হয় ১১৫ এইচপি শক্তি ও ১৪৪ এনএম টর্ক। এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের আউটপুট থেকে ১১৫ এইচপি ও ২৫০ এনএম। প্রাথমিক পর্যায়ে পেট্রোলের চেয়ে ডিজেল ভ্যারিয়েন্টের বেশি চাহিদা লক্ষ্য করা গিয়েছিল।
Kia Carens একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম-সহ এসেছে, যা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সাপোর্ট করে। এছাড়া, বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক সানরুফ, বোস সাউন্ড সিস্টেম ইত্যাদি, ছ’টি এয়ারব্যাগ, এবিএস, হিল স্টার্ট অ্যাসিস্ট, অল হুইল ডিস্ক ব্রেক রিয়ার পার্কিং সেন্সর, প্রভৃতি।