অল্প সময়েই চোখ ধাঁধানো সাফল্য, Kia ভারতে 3 বছর পূর্ণ করল, Seltos SUV-র চাহিদা আকাশছোঁয়া
গত মাসে ভারতে তৃতীয় বছরে পা দিয়েছে Seltos। ঘটনাচক্রে, আজ থেকে বছর তিনেক আগে এই এসইউভির হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু করেছিল কিয়া (kia)। সে দিক থেকে দেখতে গেলে, এখানে তিন বছর পূর্ণ করল হুন্ডাইয়ের শাখা সংস্থাটি। লঞ্চের মাত্র এক বছরের মাথায় ১ লক্ষ বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছিল Kia Seltos। আর সম্প্রতি মডেলটির বিক্রি ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতের বাজারে বিক্রিত এসইউভিগুলির মধ্যে দ্রুততম সময়ে এই নজির গড়েছে গাড়িটি।
এই প্রসঙ্গে সংস্থার ভারতীয় শাখার সেলস ও মার্কেটিং এর প্রধান এবং সহ-সভাপতি হরদীপ সিং ব্রার বলেন, “আমি বরাবর বলে এসেছি, Seltos হচ্ছে কিয়া ইন্ডিয়ার একটি বিশেষ পণ্য। এর হাত ধরে আমরা দৃষ্টান্ত তৈরি করতে এবং গ্রাহকদের আকাঙ্ক্ষাকে পুনরায় সংজ্ঞায়িত করতে পেরেছে। Seltos ভারতে আমাদের প্রতিশ্রুতি ব্যাখ্যা করে। একইসাথে আমাদের সক্ষমতা প্রদর্শন করে।”
এদিকে সম্প্রতি কিয়া ভারতে Seltos-এর সমস্ত মডেলে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসেবে দিয়েছে। তবে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে দামে। বেস ভ্যারিয়েটের দাম ৩০,০০০ টাকা বেড়ে গেছে। পূর্বে HTX+, GTX(O), GTX+ ও X-Line ভ্যারিয়েটগুলিতেই কেবলমাত্র ৬টি এয়ারব্যাগ অফার করা হতো। কিন্তু বর্তমানে, HTE, HTK, HTK+ ও HTX মডেলগুলিও ছ'টি এয়ারব্যাগ পেয়েছে।
Kia Seltos-এর সুরক্ষাজনিত ফিচারের তালিকায় উপস্থিত অল হুইল ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, ব্রেক অ্যাসিস্ট, হিল অ্যাসিস্ট কন্ট্রোল এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। অন্যদিকে, HTK+ থেকে ১.৫ লিটার ডিজেল অটোমেটিক বিকল্প বাদ পড়ে HTX মডেলে যোগ হয়েছে এই ইঞ্জিন। আবার এ বছর IMT পাওয়ার ট্রেন কম্বো যোগ হয়েছে এসইউভিটিতে। পেট্রল ও ডিজেল মিলিয়ে ভ্যারিয়েন্ট কুড়ির বেশি। গাড়িটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১১৫ এইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। এখন দাম ১২.২৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।