110 কিমি রেঞ্জ, দামও সস্তা, নতুন Kinetic Luna-র অন-রোড প্রাইস জানলে সহজ হবে কাজ
নব্বইয়ের দশকের স্মৃতি ফিরিয়ে সম্প্রতি বৈদ্যুতিক অবতারে লঞ্চ হয়েছে Kinetic Luna। ব্যাটারি চালিত এই মোপেড মধ্যবিত্তের সাধ্যেই বাজারে এসেছে। দুটি ভ্যারিয়েন্টে মিলবে এটি – X1 ও X2। বিগত ক'দিন ধরে ইন্টারনেটে E-Luna গাড়িটির দাম নিয়ে প্রচুর সার্চ হচ্ছে। তবে অনেকেই অন-রোড প্রাইস খুঁজে পাচ্ছেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে Kinetic e-Luna-র আসল দাম দেওয়া রইল।
ভারতে Kinetic e-Luna-এর অন-রোড প্রাইস
মুম্বাই
X1 – 77,374
X2 – 82,556
বেঙ্গালুরু
X1 – 77,874
X2 – 83,056
দিল্লি
X1 – Rs. 78,174
X2 – 83,356
পুণে
X1 – 77,374
X2 – 82556
নভি মুম্বাই
X1 – 77374
X2 – 82556
হায়দ্রাবাদ
X1 – 78474
X2 – 83656
চেন্নাই
X1 – 78674
X2 – 83856
কলকাতা
X1 – 84,174
X2 – 89,356
চন্ডিগড়
X1 – 77,674
X2 – 82,856
উপরে দেখা যাচ্ছে, Kinetic e-Luna-এর সবচেয়ে কম দাম মুম্বাই, এবং সবচেয়ে বেশি মূল্য কলকাতাতে। প্রসঙ্গত, এক্স-শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।
X1 ও X2 – Kinetic e-Luna-এর এই দুই ভ্যারিয়েন্টের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে রেঞ্জের। প্রথমটি সম্পূর্ণ চার্জে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। যেখানে X2 ট্রিমের রেঞ্জ 110 কিলোমিটার। ই-মোপেডটি 1.2 কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং 2 কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ এসেছে। এটি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় নেবে। মডেলটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার।