ইলেকট্রিক স্কুটার বাড়ি আনুন কম সুদে, IndusInd ব্যাঙ্কের সাথে জোট বাঁধল Kinetic Green

By :  SUMAN
Update: 2022-10-29 07:08 GMT

বর্তমানে ভারতের প্রথম সারির ইলেকট্রিক ভেহিকেল সংস্থা কাইনেটিক গ্রীন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশনস (Kinetic Green Energy and Power Solutions Limited) প্রাইভেট ব্যাঙ্কিং প্রতিষ্ঠান ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)-এর সাথে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল। জোটের উদ্দেশ্য যাতে ক্রেতারা কাইনেটিক গ্রীনের সমস্ত ডিলারশিপ থেকে সহজ লোনের‌ কিস্তিতে ইলেকট্রিক টু-হুইলার বাড়ি নিয়ে আসতে পারেন।

এখনও পর্যন্ত কাইনেটিক গ্রীন ৬০,০০০-এর বেশি বৈদ্যুতিক যানবাহন বিক্রি করেছে। যার আর্থিক মূল্য প্রায় ৬০০ কোটির কাছাকাছি বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ফলে কাইনেটিক গ্রীনের ক্রেতারা ব্যাটারি চালিত স্কুটারের দামের ১০০% লোন পাবেন। বেতনভুক কর্মী হোক বা ছোট ব্যবসায়ী, সকল প্রকার গ্রাহকদের জন্য এই লোনের সুবিধা উপলব্ধ। আবার লোন দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল হওয়ার কারণে খুব অল্প সংখ্যক নথি দাখিল করলেই চলবে।

এই প্রসঙ্গে কাইনেটিক গ্রীনের প্রতিষ্ঠাতা এবং সিইও সুলজ্জা ফিরোদিয়া বলেন, “আমরা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সাথে হাত মেলাতে পেরে আনন্দিত। আমাদের বিশ্বস্ত অংশীদারের সাথে সাশ্রয়ী এবং সহজ ফিনান্সিং বিকল্প ক্রেতাদের জন্য নিয়ে এসেছি। ক্রেতাদের পছন্দ মত ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ইলেকট্রিক ভেহিকেলের লোন প্রদান করবে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের এই অংশীদারিত্ব গ্রাহকদের পরিবেশবান্ধব যানবাহন কেনা সহজ করে তুলবে।”

প্রসঙ্গত কাইনেটিক এবং ফিরোদিয়া গোষ্ঠীর জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাইনেটিক গ্রীনের উন্মেষ। সংস্থাটি পণ্যবাহী এবং যাত্রীবাহী উভয় ক্ষেত্রেই ইলেকট্রিক স্কুটার ও ইলেকট্রিক থ্রি হুইলার তৈরি করে। এছাড়াও ইতালিয়ান ব্র্যান্ড টনিও ল্যাম্বরঘিনির সাথে যৌথভাবে ইলেকট্রিক গলফ কার্ট এবং বাগিস ম্যানুফ্যাকচার করে তারা। আবার লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতেও সিদ্ধহস্ত কাইনেটিক গ্রীন।

Tags:    

Similar News