Kinetic E-Luna: নস্টালজিয়া উস্কে 23 বছর পর ফিরছে লুনা, ফেব্রুয়ারিতে লঞ্চ, মাত্র 500 টাকায় বুক করা যাচ্ছে
সময়টা নব্বইয়ের দশক। ছোটখাট চেহারার কাইনেটিক লুনা (Luna) ভারতের টু হুইলারের বাজার রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। দু'দশকের বেশি সময় আগে উৎপাদন বন্ধ হলেও, বাইরে বেরোলে এখনও দু’একটি লুনা নজরে পড়ে। রাজত্ব গেলেও রাস্তায় কর্কশ শব্দে নিজের অস্তিত্ব জানান দিতে আজও যার জবাব নেই। ‘রাফ ইউজের’ জন্য আজও বহু মোপেডপ্রেমী হামেশাই এটি কেনার জন্য খোঁজ করে থাকেন। নতুন বছরে তাদের খুশ করতে চলেছে কাইনেটিক গ্রীন (Kinetic Green)। নস্টালজিয়া উস্কে আগামী মাসেই ইলেকট্রিক অবতারে প্রত্যাবর্তন করছে লুনা। নতুন অবতারে নাম হবে E-Luna।
গত বছরের ডিসেম্বরেই সংস্থার প্রতিষ্ঠাতা সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি লুনার কামব্যাক নিশ্চিত করেছিলেন। ফেব্রুয়ারি প্রথমার্ধেই ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে E-Luna। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে। মাত্র ৫০০ টাকা দিলেই কাইনেটিক ই-লুনা বুক করা যাবে।
ব্যাটারি চালিত টু হুইলারের চাহিদা বাড়তে দেখে এবার ইলেকট্রিক লুনা এনে বাজার ধরতে চাইছে কাইনেটিক। সংস্থার প্রতিশ্রুতি, আগের মতোই এবারের মডেলেও ‘কই মাছের প্রাণ’ থাকবে। সুলজ্জা এই প্রসঙ্গে জানিয়েছেন, “E-Luna টেকসই ও বলিষ্ঠভাবে বানানো হয়েছে। কেবল মেট্রোপলিটন ও প্রথম সারির শহর নয়, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শহর এবং গ্রামাঞ্চলের রাস্তার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।”
যদিও কোম্পানি এখনও পর্যন্ত আসন্ন E-Luna-র ব্যাটারি ও রেঞ্জ সম্পর্কিত তথ্য সম্পর্কে মুখ খোলেনি। সংস্থার দাবি এটি কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্যই আনা হচ্ছে এমনটা নয়, বরং ছোট ব্যবসায় ডেলিভারির করার উপযুক্ত মডেল হিসাবেও আনা হবে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের আহমেদনগরে কাইনেটিক গ্রীনের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে। এর উৎপাদনের সক্ষমতা প্রতি মাসে ৫,০০০ ইউনিট।