ধোঁয়া না উড়িয়ে একটানা 150 কিমি নিঃশব্দে ছুটে চলে, পুলিশ বাহিনীতে যুক্ত হল ই-বাইক

By :  SUMAN
Update: 2023-06-10 08:48 GMT

যত দিন যাচ্ছে, বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের আস্থা ততই বৃদ্ধি পাচ্ছে। যে কারণে বিগত ক’বছরের তুলনায় ২০২২ ও ২০২৩-এ ভারতে তাৎপর্যপূর্ণ হারে ইলেকট্রিক বাইক ও স্কুটার বিকোতে দেখা গেছে। ভরসার পরিমাণ এতোটাই বৃদ্ধি পেয়েছে যে সরকারি দপ্তরেও জায়গা করে নিচ্ছে এমন ধরনের যান। এবার যেমন কোচি পুলিশ সম্প্রতি রিভল্ট মোটরস (Revolt Motors)-এর ইলেকট্রিক বাইক RV400 তাদের বাহিনীতে যোগদান করিয়যেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এ সপ্তাহেই মোটরসাইকেলগুলি কোচি পুলিশের হাতে তুলে দিয়েছে রিভল্ট।

Revolt RV400 ই-বাইক কিনল কোচি পুলিশ

২০১৯ থেকে Revolt RV400 বৈদ্যুতিক বাইকটি সংস্থার একমাত্র মডেল হিসেবে বাজার কাঁপিয়ে আসছে। গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। তবে কোচি পুলিশের তরফে বাইকটির কতগুলি মডেল কেনা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। পরিবেশবান্ধব উপায়ে শহরে টহলদারির কাজে এগুলি ব্যবহার করবে তারা। বাইকগুলির ট্যাঙ্ক এবং প্যানিয়ারে পুলিশের স্টাকার সাঁটানো হয়েছে। ভারতের বেশিরভাগ পুলিশ দপ্তরে দখলদারির কাজে ১৫০ থেকে ২০০ সিসির মোটরসাইকেল ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে Royal Enfield -এর বাইকও দেখা যায়। তাই এক্ষেত্রে কোচি পুলিশের দূষণহীন বৈদ্যুতিক মোটরসাইকেলের ব্যবহার বাস্তবেই প্রশংসাযোগ্য।

Revolt RV400: দাম ও স্পেসিফিকেশন

RV400 হল ভারতের বাজারে বিক্রিত প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল। বর্তমানে যার দাম ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি লাস্ট মাইল ডেলিভারিতেও ব্যবহার হতে দেখা যাচ্ছে। এই ইলেকট্রিক বাইকে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক উপস্থিত, ফুল চার্জে যা ১৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে।

RV400-এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিমি গতিবেগ নিয়ে চলতে সক্ষম। ৫ কিলোওয়াট মোটর থেকে ৪ বিএইচপি শক্তি এবং ৫৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ব্যাটারিটি ফুল চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় লাগে। বাইকটির ফিচারের তালিকায় উপস্থিত বদলযোগ্য ব্যাটারি প্যাক, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসডি ফ্রন্ট ফর্ক, এলইডি লাইটিং, এবং আর্টিফিশিয়াল এগজস্ট।

Tags:    

Similar News