বড় খবর! LML Star Electric Scooter ভারতে লঞ্চ হবে এই মাসে, লুকস-ফিচারে প্রেমে পড়বেন আপনিও

By :  techgup
Update: 2023-02-01 09:14 GMT

বেশ কয়েক দশকের বিরতি কাটিয়ে আবারও স্বমহিমায় এদেশে প্রত্যর্পণ করেছে এক সময়কার বাজার কাঁপানো টু-হুইলার নির্মাণকারী সংস্থা LML। সম্প্রতি দিল্লিতে আয়োজিত অটো এক্সপো ২০২৩-এ তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার Star প্রদর্শন করেছিল এই সংস্থা। আর এখন টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসেই আনূষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হতে চলেছে LML Star ইলেকট্রিক স্কুটার।

এক সাক্ষাৎকারে এলএমএল ইমোশন এর চিফ অফারেটিং অফিসার জিনেন্দর আনন্দ বিষয়টি স্পষ্ট করেন। তিনি আরও বলেছেন, আগামী জুন মাস থেকেই এই বুকিং শুরু হবে। ইতিমধ্যেই এলএমএল স্টার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন ও ফিচার থাকতে চলেছে এতে।

LML Star Electric Scooter: ব্যাটারি এবং রেঞ্জ

এলএমএল স্টার ইলেকট্রিকে ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যা স্কুটারের থেকে খুলে বাইরে এনে চার্জ দেওয়া সম্ভব। চার্জে পরিপুষ্ট অবস্থায় এটি প্রায় ১২০ কিমি পথ চলার শক্তি সরবরাহ করবে বলে অনুমান। আর বৈদ্যুতিক মোটর থেকে সর্বোচ্চ ৬.৮ পিএস শক্তি এবং ৩৮ এনএম টর্ক জেনারেট হতে পারে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিমি হওয়ার সম্ভাবনা।

LML Star Electric Scooter: ফিচার্স

এলএমএল স্টার ইলেকট্রিক স্কুটারটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নিজের পছন্দমত ডিসপ্লে সেটিং, অর্থাৎ গ্রাহক তার পছন্দমত হরফ দেখতে করতে পারবেন ডিসপ্লেতে। একইসাথে থাকবে ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটির ব্যবস্থা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, রিভার্স মোড, রাইড মোড এবং কি-লেস এন্ট্রি।

LML Star Electric Scooter: ডিজাইন

স্কুটারটির সারা শরীরে ডুয়েল টোন থিম লক্ষ্য করা যায়। একে আকর্ষণীয় করে তুলতে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং এলইডি টেলল্যাম্প উপলব্ধ রয়েছে এতে। ব্যাটারি চালিত স্কুটারটির উভয়দিকেই ১২ ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত রয়েছে। এর সাথে ৯০/৯০ সেকশনের টায়ার লাগানো হয়েছে। এবং ওজন ১১৫ কেজি।

LML Star Electric Scooter: সাসপেনশন এবং ব্রেকিং

এলএমএল স্টার ই-স্কুটারের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে মশোশক অ্যাবজর্ভার বর্তমান। অন্যদিকে, ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তবে পিছনের দিকে সাধারণ ড্রাম ব্রেক থাকবে।

LML Star Electric Scooter: সম্ভাব্য মূল্য এবং প্রতিদ্বন্দ্বী

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতেচলা ML Star E-Scooter এর এক্স শোরুম মূল্য হতে পারে ১.৫০ লাখ টাকার আশেপাশে। বাজারে আসার পর Bajaj Chetak, TVS iQube, Hero Vida V1, Ather 450X এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে এটি।

Tags:    

Similar News