Maruti Suzuki-র ভারতে তৈরি গাড়ি লাতিন আমেরিকার পর এবার লঞ্চ হবে দক্ষিণ পূর্ব এশিয়াতে
ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) এদেশে Grand Vitara SUV গাড়িটি ২০২২-এর সেপ্টেম্বরে লঞ্চ করেছিল। বাজারে যার প্রতিপক্ষ হিসাবে রয়েছে Hyundai Creta, Kia Seltos, VW Taigun এবং Skoda Kushaq। ভারতে তৈরি Grand Vitara ইতিমধ্যেই একাধিক দেশে রপ্তানি শুরু হয়েছে। সম্প্রতি কামারাজার বন্দর থেকে লাতিন আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে গাড়িটি। এবারে Grand Vitara ইন্দোনেশিয়ার বাজারে আগামী ১৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। সেদেশেও ভারতে তৈরি হওয়া মডেল সরবরাহ করবে ইন্দো জাপানি সংস্থাটি।
ইন্দোনেশিয়ায় সুজুকির শাখা গ্র্যান্ড ভিতারা একটি টিজার প্রকাশ করে গাড়িটির লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করেছে। সুজুকি-টয়োটা অংশীদারিত্বের অংশ হিসেবে গাড়িটি এদেশে টয়োটার বিদাদি কারখানায় তৈরি হয়। ইতিমধ্যেই কোম্পানি জানিয়েছে, আগামীতে মধ্যপ্রাচ্যের ৬০-এর বেশি দেশে গাড়িটি সরবরাহ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। এছাড়াও সেই তালিকায় আছে আসিয়ান গোত্রভুক্ত দেশ, লাতিন আমেরিকা, আফ্রিকা সহ আরও অন্যান্য।
ইন্দোনেশিয়ায় হাজির হতে চলা Grand Vitara-র সাথে ভারতীয় মডেলের বহুলাংশে মিল রয়েছে। যদিও রপ্তানিকৃত মডেলের পেট্রোল ইঞ্জিনের সক্ষমতা তুলনামূলক কম। এদেশে গাড়িটি দুটি ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ – একটি মিল্ড হাইব্রিড প্রযুক্তি সহ ১.৫ লিটার K15C পেট্রোল এবং অপরটি ১.৫ লিটার TNGA পেট্রোল স্ট্রং হাইব্রিড। মিল্ড হাইব্রিড ভার্সন থেকে সর্বোচ্চ ১০১ বিএইচপি শক্তি এবং ১৩৬ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল অথবা ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স সহ বেছে নেওয়া যায়।
Grand Vitara-তে রয়েছে অলগ্রিপ অল হুইল ড্রাইভ বা AWD সিস্টেম। সেল্ফ চার্জিং হাইব্রিড এসইউভি-টিতে রয়েছে চারটি ড্রাইভিং মোড – ইভি, ইকো, পাওয়ার এবং নর্মাল। স্ট্রং হাইব্রিড মডেলটি থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৯২ বিএইচপি শক্তি এবং ৪,৪০০ আরপিএম গতিতে ১২২ এনএম টর্ক উৎপন্ন হয়। এর সাথে রয়েছে এসি সিঙ্ক্রোনাস মোটর, যার আউটপুট ৭৯ বিএইচপি এবং ১৪১ এনএম। স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেনটির সাথে ই-সিভিটি গিয়ারবক্স রয়েছে। মাইলেজ ২৮ কিমি/লিটার।