Petrol Diesel Price: মাসের শেষে সুখবর, আমজনতাকে স্বস্তি দিয়ে পেট্রল ডিজেলের দাম কমল এই রাজ্যে

By :  SUMAN
Update: 2024-06-29 11:33 GMT

পেট্রোল-ডিজেলের দাম যেখানে পৌঁছেছে, তা প্রতি মুহূর্তে যানবাহন ব্যবহারকারীদের বেগ দিচ্ছে। দেশের সিংহভাগ রাজ্যে লিটার পিছু দাম ১০০ পার করেছে। এহেন পরিস্থিতিতে গাড়ি ও টু হুইলার মালিকদের কিঞ্চিৎ স্বস্তির বার্তা দিল মহারাষ্ট্র সরকার। আজ অর্থাৎ ২৮ জুন রাজ্য বাজেট ঘোষণাকালে লিটার পিছু পেট্রোল ৬৫ পয়সা এবং ডিজেল ২ টাকা কমানোর কথা জানালেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

মুম্বাইয়ে পেট্রোল-ডিজেল সস্তা হল

অজিত পাওয়ার বলেন, “মুম্বাইয়ে ডিজেলের উপর করের পরিমাণ ২৪% থেকে কমিয়ে ২১% করা হয়েছে। ফলে লিডার কিছু ডিজেল ২ টাকা সস্তা হয়েছে। মুম্বাইয়ে পেট্রোলের কর ২৬% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে বলে লিটার কিছু মূল্য ৬৫ পয়সা কমেছে।”

বর্তমানে মহারাষ্ট্রের মুম্বাই, নভি মুম্বাই এবং থানে অঞ্চলে পেট্রোল-ডিজেলের এই নতুন মূল্য কার্যকর হবে। জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি মহারাষ্ট্র সরকার ৪৪ লক্ষ কৃষকের বিদ্যুতের বিল মকুব করার কথা জানিয়েছে। এখানেই শেষ নয়, দরিদ্র পরিবার কিছু বছরে তিনটি এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচন মেটার পর থেকে কিছু রাজ্যে পেট্রোল-ডিজেলের মূল্য বেড়েছে। জ্বালানি তেলে ধার্য করের পরিমাণ বাড়ানোর ফলে এই মূল্যবৃদ্ধি কোপ পড়েছে ক্রেতাদের উপর। এদিকে আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দামের ওঠানামার ওপর নির্ভর করে ভারতে পেট্রল ডিজেলের মূল্য। ক্রুড অয়েলের দাম বাড়লে জীবাশ্ম জ্বালানির মূল্য বৃদ্ধি পায়।

Tags:    

Similar News