Mahindra ভারতে তৈরি XUV700 গাড়ি সুদূর দক্ষিণ আফ্রিকায় লঞ্চের ঘোষণা করল

By :  SUMAN
Update: 2022-11-19 14:53 GMT

মাহিন্দ্রা (Mahindra) গত বছর ভারতে তাদের নতুন এসইউভি (SUV) গাড়ি XUV700 লঞ্চ করেছিল। এবারে এটি ভারত পেরিয়ে দক্ষিণ আফ্রিকার বাজারে পা রাখল। মেড-ইন-ইন্ডিয়া এসইউভিটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে সেখানে – AX5, AX7 ও AX7L। প্রতিটি কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের সাথেই উপলব্ধ। সেদেশের বাজারে লঞ্চ হওয়া Mahindra XUV700-এর মূল্য ৪,৭৪,৯৯৯ দক্ষিণ আফ্রিকান রান্ড রাখা হয়েছে। ভারতের টাকার হিসেবে যার অঙ্ক দাঁড়ায় প্রায় ২২.৪৮ লক্ষ টাকা।

ভারতে মাহিন্দ্রা এক্সইউভি৭০০ পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ। এর অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিনটি থেকে ১৮৫ পিএস শক্তি এবং সর্বোচ্চ ৪৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। এদিকে ২ লিটার টার্বোচার্জড এমস্ট্যালিয়ন পেট্রোল ইঞ্জিনটি থেকে ২০০ পিএস শক্তি এবং সর্বোচ্চ ৩৮০ এনএম টর্ক পাওয়া যায়। অন্যদিকে লোয়ার স্টেটের ২.২ লিটার এমহক ডিজেল ইঞ্জিনটি থেকে ১৫৫ পিএস শক্তি এবং ৩৬০ এনএম টর্ক উৎপাদিত হয়। আবার হায়ার স্টেটের ২.২ লিটার এমহক ডিজেল ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনটি থেকে ১৮৫ পিএস শক্তি এবং সর্বোচ্চ ৪২০ এনএম টর্ক পাওয়া যায়।

Mahindra XUV700-এর দক্ষিণ আফ্রিকার মডেলটির ফিচারের মধ্যে উপস্থিত ওয়্যারলেস কানেক্টিভিটি সহ একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, একটি ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, ওয়্যারলেস ফোন চার্জিং, প্যানারোমিক সানরুফ সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

এসইউভি গাড়িটিতে রয়েছে ADAS প্রযুক্তি যেমন অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, ব্লাইন্ড স্পট মনিটরিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট ও আরও অন্যান্য সুবিধা। প্রসঙ্গত, ভারতে XUV700-এর ৮০,০০০-এর উপর বুকিং জমে রয়েছে। বর্তমানে গাড়িটির চাবি হাতে পেতে এক বছরের বেশি অপেক্ষা করতে হচ্ছে ভারতীয় ক্রেতাদের।

Tags:    

Similar News