কৃষিকাজে বহুমুখী ব্যবহারের জন্য একসাথে ছয়টি আধুনিক ও শক্তিশালী ট্রাক্টর লঞ্চ করল Mahindra

By :  SUMAN
Update: 2022-06-10 06:48 GMT

মাহিন্দ্রা (Mahindra)-র ফার্ম ইকুইপমেন্ট বা কৃষিজ সরঞ্জাম শাখা মাহিন্দ্রা ট্রাক্টর (Mahindra Tractor) একসাথে ছয়টি নতুন মডেলের ট্রাক্টর লঞ্চের ঘোষণা করেছে। সংস্থাটি তাদের Yuvo Tech+ ব্র্যান্ড নামের অধীনে নিয়ে এসেছে নতুন মডেলগুলি। চেন্নাইতে সংস্থার রিসার্চ ভ্যালিতে Mahindra Yuvo Tech+ ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে।

ক্ষেতে চষে বেড়ানোর শক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে নতুন m-ZIP ৩-সিলিন্ডার এবং ELS ৪-সিলিন্ডার ইঞ্জিন। যেগুলি এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করবে। পাওয়ার, টর্ক এবং মাইলেজে যাদের তুলনা নেই বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। প্রতিটি মডেল থেকে উৎপন্ন হবে ৩৭-৫০ এইচপি ক্ষমতা। বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ৪-হুইল ড্রাইভ, ডুয়েল ক্লাচ, SLIPTO, অক্সিলিয়ারি ভাল্ভ এবং ২-স্পিড PTO।

Yuvo Tech+ রেঞ্জ 12F (ফরওয়ার্ড) + 3R (রিভার্স) ট্রান্সমিশন টেকনোলজি, ডুয়েল ক্লাচ এবং 4WD, সাথে মাটির প্রকৃতির উপর নির্ভর করে ৩-স্পিড অপটিমাল পারফরম্যান্স (H-M-L)-এর সাথে এসেছে। ১,৭০০ কেজি পর্যন্ত ভারোত্তোলন ক্ষমতা রয়েছে। এই প্রসঙ্গে সংস্থার সভাপতি হেমন্ত সিক্কা বলেন, “কৃষকদের সুবিধার জন্য নতুন প্রযুক্তি চালিত ও কার্যকরী Yuvo Tech+ লঞ্চ করা হয়েছে। সেগমেন্টের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী ট্রাক্টর এটি।”

সিক্কা যোগ করেন, “Yuvo Tech+ ট্রাক্টরের মার্কেটে যে নেতৃত্ব দেবে সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।” লঞ্চ হওয়া মাহিন্দ্রা ট্রাক্টরের মডেলগুলি হল – ৩টি সিলিন্ডার m-ZIP ইঞ্জিন সহ 275 Yuvo Tech+, 405 Yuvo Tech+ এবং 415 Yuvo Tech+। আর ৪-সিলিন্ডার ELS ইঞ্জিনের মডেলগুলি হল 475 Yuvo Tech+, 575 Yuvo Tech+ এবং 585 Yuvo Tech+।

Tags:    

Similar News