Mahindra-র হাত ধরে পুনর্জন্ম লাভ করা বিখ্যাত সংস্থা BSA এবার ইলেকট্রিক বাইক লঞ্চ করবে
মাহিন্দ্রা গোষ্ঠীর (Mahindra Group) অধীনস্থ সংস্থা ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) ২০১৬ সালে একসময়কার বাজার কাঁপানো ব্রিটিশ টু-হুইলার ব্র্যান্ড বিএসএ (BSA)-কে কিনে নিয়েছিল। এবারে সেই বিএসএ ইলেকট্রিক মোটরসাইকেলের উপরে কাজ শুরু করেছে। মাহিন্দ্রার কার্যনির্বাহী আধিকারিক রাজেশ জেজুরিকার খবরটি নিশ্চিত করেছেন। ব্রিটেনের কভেন্ট্রি শহরে ক্লাসিক লেজেন্ডস ইতিমধ্যেই একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রযুক্তি কেন্দ্র খুলেছে।
এদিকে গত বছর বির্মিংহাম মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে গোল্ডস্টার ৬৫০ (Goldstar 650) নামক সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি ৬৫০ সিসি মডার্ন ক্লাসিক মোটরসাইকেল উন্মোচিত করেছে বিএসএ। ভারতে তৈরি করে ব্রিটেন এবং ইউরোপের বাজারে বিক্রি হবে সেটি। গত বছর বাইকটির প্রদর্শনকালে সংস্থা ঘোষণা করেছিল ব্রিটেনের পূর্ব মিডল্যান্ডসে একটি কারখানা তৈরি করবে তারা। যদিও এই কারখানার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিএসএর হাত ধরেই ক্লাসিক লেজেন্ডস যে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত হতে চাইছে, তা একপ্রকার স্পষ্ট।
জেজুরিকার বলেন, “বিএসএ সমগ্র বিশ্বে একটি অতি জনপ্রিয় ব্র্যান্ড। সে কারণে ক্লাসিক লেজেন্ডসের জন্য বিশ্ববাজারে ব্যবসা গড়ে তোলায় মুখ্য ভূমিকা নেবে এটি।" বিএসএর ইলেকট্রিক ভার্সনও বাজারে আসবে বলে নিশ্চিত করেন তিনি৷ ব্যাটারিচালিত হলেও সেটি কেমন ধরনের মডেল হবে বা লঞ্চ কবে, সে বিষয়ে অবশ্য কিছু প্রকাশ করা হয়নি৷
প্রসঙ্গত, ১৮৬১ সালে বির্মিংহাম স্মল আর্মস কোম্পানি লিমিটেড বা বিএসএ (BSA) আগ্নেয়াস্ত্র তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মোটরসাইকেল তৈরির শাখা স্থাপিত হয় ১৯০৩ সালে। ১৯১০-এ সংস্থাটি প্রথম দু’চাকার গাড়ি বাজারে নিয়ে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জওয়ানদের সর্বাধিক মোটরসাইকেল রপ্তানি করে বিএসএ। ১৯৫০-এ বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা ছিল এরা। বিশ্ববাজারে বিক্রি হওয়া প্রতি চারটে মোটরসাইকেলের মধ্যে একটি থাকত বিএসএ-র। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭০ সালে দেউলিয়া হয়ে যাওয়ার কারণ দেখিয়ে কোম্পানির ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। ২০১৬ সালে ক্লাসিক লেজেন্ডসের হাত ধরে পুনরুজ্জীবিত হয়ে ওঠে বিএসএ।
ক্লাসিক লেজেন্ডসের ইচ্ছা, আসন্ন অ্যাসেম্বলি ফেসিলিটিতে অতিসত্বর কয়েকটি বিএসএর দু'চাকা গাড়ি তৈরি৷ সেখানে সংস্থাটি ওই ব্র্যান্ডের অধীনে ই-বাইকও তৈরি করবে৷ এদিকে পরিবেশবান্ধব যানবাহন নিয়ে আসার জন্য গত বছর ব্রিটিশ সরকার সংস্থাটিকে ৪৬ লক্ষ পাউন্ড বা প্রায় ৪৪৯ কোটি টাকা আর্থিক সাহায্য দেয়। এই আর্থিক অনুদান পেয়ে দূষণহীন বাইক লঞ্চ করার পথে এগোচ্ছে বিএসএ।