মাসে 50 হাজারের বেশি বুকিং, মাহিন্দ্রার এই SUV কিনতে 1 বছরও অপেক্ষা করতে রাজি ক্রেতারা

By :  techgup
Update: 2023-12-04 14:54 GMT

এসইউভি-র (SUV) চাহিদায় ব্যাকফুটে হ্যাচব্যাক গাড়ির বাজারে। যত দিন যাচ্ছে, বাজারে নিজের শিকড় ততই শক্ত করে চলেছে এই জাতীয় বহুমুখী গাড়ি। বিগত ক’বছর ধরে এই সেগমেন্টে বিশেষভাবে সুনাম তৈরি করেছে মাহিন্দ্রা (Mahindra)। যে কারণে তাদের তৈরি ইউটিলিটি ভেহিকেলের চাহিদাও বাজারে অধিক। প্রতি মাসে গড়ে ৫১,০০০ বুকিং পাচ্ছে দেশীয় সংস্থাটি। ফলে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে উৎপাদন বাড়ানোয় জোর দিচ্ছে মাহিন্দ্রা।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন্দ্রা ও মাহিন্দ্রার সিইও (অটো ও ফার্ম) রাজেশ জেজুরিকার বলেন, ১ নভেম্বর পর্যন্ত তাঁদের ২.৮৬ লাখ বুকিং জমে রয়েছে। পেন্ডিং অর্ডারের সঙ্গে স্বভাবতই ওয়েটিং পিরিয়ড বাড়তে থাকে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ে ক্যান্সলেশন রেট। কিন্তু মাহিন্দ্রার ক্ষেত্রে বুকিং করা গাড়ি বাতিলের হার মাত্র ৮%।

সংস্থা সূত্রে দাবি, বর্তমানে সাব-ফোর মিটার এসইউভি XUV300 ও XUV400 Electric-এর বুকিং ব্যাকলগ রয়েছে ১০,০০০। গত ১ নভেম্বর পর্যন্ত XUV700 ও Thar লাইফস্টাইল এসইউভির জমে থাকা বুকিংয়ের অঙ্ক যথাক্রমে ৭০,০০০ ও ৭৬,০০০। যেখানে Bolero SUV-র ক্ষেত্রে এটির পরিমাণ ১১,০০০ ইউনিট।

অন্যদিকে Mahindra Scorpio -এর প্রতি ক্রেতাদের নিরন্তর চাহিদা এসে চলেছে। বর্তমানে গাড়িটি বুকিং করার পর চাবি হাতে পেতে প্রায় ১ বছরের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। Scorpio N ও Scorpio Classic মিলিয়ে ১,১৯,০০০ বুকিং পেন্ডিং রয়েছে। দ্রুত ডেলিভারি দেওয়ার লক্ষ্যে কোম্পানি XUV700, Scorpio ও Thar-সহ অন্যান্য মডেলের উৎপাদন বাড়িয়েছে।

Tags:    

Similar News