হাতছাড়া এ রাজ্যের, তেলেঙ্গানায় বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে চলেছে Mahindra

By :  SUMAN
Update: 2023-02-10 14:13 GMT

মহারাষ্ট্রের পুণের পর এবার তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক যানবাহনের কারখানা গড়ে তুলবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। ইতিমধ্যেই এসইউভি গাড়ির জন্য পরিচিত সংস্থাটি সে রাজ্যের সরকারের সাথে সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। সার্বিকভাবে সংস্থার ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের অংশ হিসাবে তৈরি করা হবে উৎপাদন কেন্দ্রটি। সংস্থা সূত্রে খবর, তেলেঙ্গানায় নতুন কারখানা গড়ে তুলতে ১,০০০ কোটি টাকার প্রয়োজন।

তেলেঙ্গানায় মাহিন্দ্রার নতুন কারখানায় Treo-এর মতো ব্যাটারি টালিত অটোর পাশাপাশি চার চাকার বৈদ্যুতিক যাত্রী গাড়ি তৈরি হবে। চুক্তির শর্ত অনুযায়ী সে রাজ্যে আট বছরে ১,০০০ কোটি টাকা লগ্নি করবে মাহিন্দ্রা। জাহিরাবাদের কারখানার পাশেই তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটটি গড়ে তোলা হবে।

মাহিন্দ্রা বলেছে এই কারখানায় XUV400-এর মতো ইলেকট্রিক গাড়ির উৎপাদন করা হবে। মাহিন্দ্রার জাহিরাবাদের কারখানার সম্প্রসারণ ঘটানোর আবেদন মঞ্জুর করেছে তেলেঙ্গানা সরকার। গত বছর ডিসেম্বরে মাহিন্দ্রা ঘোষণা করেছিল মহারাষ্ট্রের পুণেতে তারা একটি নতুন ইলেকট্রিক গাড়ির কারখানা গড়ে তুলবে।

প্রসঙ্গত, পুনেতে কারখানা নির্মাণের জন্য মহারাষ্ট্র সরকার ১০,০০০ কোটি টাকা লগ্নির আবেদন মঞ্জুর করেছে। যা মহারাষ্ট্র সরকারের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন স্কিমের আওতায় স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে পাঁচটির মতো ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের জন্য মাহিন্দ্রা বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। বর্তমানে তাদের একমাত্র ইলেকট্রিক এসইউভি হল XUV400।

Tags:    

Similar News