1 ঘন্টায় 50,000 বুকিং পাওয়া গাড়ি এবার কাঁপাবে বাজার, শুরু হল Mahindra XUV 3XO-এর ডেলিভারি

By :  SUMAN
Update: 2024-05-28 09:03 GMT

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে Mahindra XUV 3XO-এর ডেলিভারি শুরু হয়ে গেল। এমনিতেই লঞ্চ হওয়ার পর বাজারে আলোড়ন সৃষ্টি করেছে গাড়িটি। যার সবচেয়ে বড় উদাহরণ হল বুকিং শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে এই সাব-কম্প্যাক্ট এসইউভি'র অর্ডার ৫০ হাজার পার করেছে। মোট নয়টি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে গাড়িটি। বেস মডেলের দাম ৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Mahindra XUV 3XO-এর ডেলিভারি চালু হল

Mahindra XUV 3XO-এর ট্রিমগুলি হল M1, M2, M2 Pro, M3, M3 Pro, AX5, AX5 Luxury, AX7 ও AX7 Luxury। রিপোর্টে বলা হয়েছে, এগুলির মধ্যে চারটি ভ্যারিয়েন্টের ডেলিভারি শুরু হয়েছে - AX5, AX5 L, MX3 ও MX3 Pro। এই মডেলগুলির দাম যথাক্রমে ১০.৬৯ লাখ, ১১.৯৯ লাখ, ৯.৪৯ লাখ ও ৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে একথা সামনে এসেছে, Mahindra XUV 3XO-এর পেট্রোল ভার্সন প্রায় ৭০% বুকিং পেয়েছ এই প্রসঙ্গে মাহিন্দ্রা'র কার্য নির্বাহী আধিকারিক ও সিইও রাজেশ জেজুরিকার বলেন, “জীবনে প্রথমবার যারা গাড়ি কিনছেন তাদের দ্রুত ডেলিভারি করার বিষয়ে মাহিন্দ্রা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ বিষয়ে অতি সচেতন।”

প্রসঙ্গত, বিশাল চাহিদা পূরণ করতে ইতিমধ্যেই Mahindra XUV 3XO-এর ১০,০০০-এর বেশি মডেল তৈরি করে ফেলেছে সংস্থা। আগামীতে মাসে মাসে এই গাড়ির ৯,০০০ ইউনিট উৎপাদনের প্রস্তুতি চালানো হচ্ছে। বলা বাহুল্য, এর ফলে ওয়েটিং পিরিয়ড কমে আসবে। ফলে বুকিং করার পর ডেলিভারি পেতে গাড়ির ক্রেতাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না।

Tags:    

Similar News