বৈদ্যুতিক গাড়ি বাজারে ঝড় তুলে Mahindra XUV.e9 ও BE.05 এর ভারতে অভিষেক, লঞ্চ 2024-এ
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) আলোড়ন সৃষ্টি করার স্বপ্নে বিভোর। এদিকে অটোমোবাইল জায়েন্টটি সদ্য তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400 লঞ্চ করেছে। একমাস না পেরোতেই ফের নতুন মডেল আনার বার্তা দিল তারা। গতকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারির রাতে সংস্থাটি একজোড়া বৈদ্যুতিক এসইউভি উন্মোচিত করেছে – Mahindra XUV.e9 ও BE.05। যদিও এর আগে ব্রিটেনের বাজারে দুটি মডেলেরই ঝলক দেখিয়েছে মাহিন্দ্রা।
উল্লেখ্য, মাহিন্দ্রা এক্সইউভি.ই৯ ও মাহিন্দ্রা বিই.০৫ – উভয় মডেলই এখনও কনসেপ্ট ভার্সনেই রয়েছে। যা থেকে অদূর ভবিষ্যতে সংস্থার আসন্ন এসইউভি মডেলের ডিজাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। বর্তমানে মাহিন্দ্রা তাদের Scorpio-N, আপডেটেড Thar, XUV700 এবং আপডেটেড Bolero-তে সাফল্য অর্জনে ব্যস্ত রয়েছে।
এদিকে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়িকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মাহিন্দ্রা। যেগুলি XUV.e9 ও BE.05-এর উপর ভিত্তি করে আসবে। XUV.e-এর উপর ভিত্তি করে দুটি মডেল আসবে। আবার BE.05-কে অনুসরণ করবে তিনটি ব্যাটারি চালিত গাড়ি। প্রতিটি মডেল সংস্থার নতুন INGLO প্ল্যাটফর্মে তৈরি হবে। ইতিমধ্যেই মাহিন্দ্রা তাদের XUV.e-এর উপর নির্ভর করে আসতে চলা গাড়িগুলির ঝলক দেখিয়েছে। যার উৎপাদন ২০২৪-এর ডিসেম্বর থেকে শুরু হবে। আবার ২০২৫-এর অক্টোবর থেকে শুরু হবে BE রেঞ্জের নির্মাণ।
গতকাল উন্মোচিত Mahindra XUV.e9-এর প্রোডাকশন ভার্সনের উৎপাদন ২০২৫-এর এপ্রিল থেকে শুরু হবে। সম্পূর্ণ নতুন গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হবে যথাক্রমে ৪,৭৯০ মিমি, ১,৯০৫ মিমি ও ১,৬৯০ মিমি। এবং এর হুইলবেস ২,৭৭৫ মিমি। যেখানে BE.05-এর আকারে তুলনামূলক ছোট। এটি লম্বায় ৪,৩৭০ মিমি, চওড়ায় ১,৯০০ মিমি ও উচ্চতায় ১,৬৩৫ মিমি। এটি মাঝারি আকারের প্রিমিয়াম এসইউভি হিসেবে আসতে পারে।
উভয় মডেলের স্পেসিফিকেশন এবং XUV.e9-এর কেবিনের ফিচার সম্পর্কে কোন তথ্য জানায়নি মাহিন্দ্রা। যদিও BE.05-এর অন্দরমহলের ঝলক দেখানো হয়েছে। এতে রয়েছে একটি বৃহৎ কানেক্টেড ডিসপ্লে স্ক্রিন। যেখানে ইনফোটেনমেন্ট এবং ড্রাইভ স্ট্যাট উভয়ের সুবিধা মিলবে। আবার স্টিয়ারিং হইলে ডিজিটাল স্পিড ডিসপ্লে, একটি প্লাস ফেব্রিক-লেইড ড্যাশবোর্ড এবং কার্ভড সেন্টার কনসোল দেওয়া হয়েছে।