মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতে তাদের একে একে সমস্ত যাত্রীগাড়ি সিএনজি ভার্সনে লঞ্চ করে চলেছে। এবারে সংস্থাটি Alto K10-এর সিএনজি (CNG) লঞ্চ করল। কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে এটি, সেটি হল – VXi। যার দাম ৫.৯৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। পেট্রোল মডেলটির তুলনায় দাম প্রায় ৯৪,০০০ টাকা বেশি।
Maruti Alto K10 CNG একটি ১.০ লিটার ডুয়েলজেট, ডুয়েল ভিভিটি ইঞ্জিনে এসেছে। যার সাথে সংযুক্ত একটি ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট। এটি থেকে ৫,৩০০ আরপিএম গতিতে ৫৬.৬৯ বিএস শক্তি এবং ৩,৪০০ আরপিএম গতিতে ৮২.১ এনএম টর্ক উৎপন্ন হবে। আর এক কেজি সিএনজি-তে গাড়িটি ৩৩.৮৫ কিলোমিটার চলবে বলে দাবি করেছে মারুতি সুজুকি।
হ্যাচব্যাক গাড়িটির স্ট্যান্ডার্ড পেট্রোল ভার্সনের ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স মডেল দুটির মাইলেজ প্রতি লিটারে যথাক্রমে ২৪.৩৯ কিলোমিটার এবং ২৪.৯০ কিলোমিটার। Alto K10 CNG লঞ্চের ফলে মারুতি সুজুকির লাইনআপে এখন মোট ১৩টি এস-সিএনজি মডেল রয়েছে।
Alto K10-এর পেট্রোল ভ্যারিয়েন্টের মত সিএনজি মডেলটির ফিচারের তালিকায় রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটিসহ 2-DIN স্মার্টপ্লে অডিও সিস্টেম, ২টি স্পিকার, ইম্প্যাক্ট সেন্সিং ডোর আনলক, সেন্ট্রাল লকিং, স্পিড সেন্সিং অটো ডোর লক, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল উইঙ্গ মিরর, AUX এবং USB পোর্ট, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, রুফ অ্যান্টেনা এবং বডি কালার্ড ডোর হ্যান্ডেল।
এদিকে Maruti Alto K10 CNG লঞ্চের প্রসঙ্গে সংস্থার এসইও শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “আমরা এখনও পর্যন্ত ১০ লাখের বেশি এস-সিএনজি গাড়ি বিক্রি করেছে। নতুন Alto K10 CNG নতুন প্রযুক্তির দ্বারা সেই পথ আরও প্রশস্ত করবে।”