হাতে শুধু একমাস, দাম বাড়ার আগে বাম্পার ডিসকাউন্টে Maruti-র গাড়ি কেনার শেষ সুযোগ
নতুন বছরের শুরু থেকে সমস্ত যাত্রীবাহী গাড়ির মূল্য বাড়াতে চলেছে ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)। তবে ইন্দো-জাপানি সংস্থাটি বর্ধিত মূল্যের ভার গ্রাহকদের কাঁধে চাপানোর আগে আকর্ষণীয় ডিসকাউন্ট দিতে শুরু করেছে। কয়েকটি মডেলের উপর ৫০,০০০ টাকার বেশি ছাড় দিচ্ছে তারা। তবে ছাড়ের অঙ্ক শহর ও ডিলার ভেদে ভিন্ন হতে পারে। তাই গাড়ি কিনবেন বলে মনস্থির করলে নিকটবর্তী শোরুমে অফার উপলব্ধ কিনা, তা জেনে নিশ্চিত হওয়ার পরামর্শ রইল।
ডিসকাউন্টের তালিকা থেকে Grand Vitara, Brezza, Ertiga এবং XL6-কে বাদ রেখেছে মারুতি সুজুকি। তবে সংস্থার সবচেয়ে ছোট গাড়ি Alto K10-এর উপর সর্বাধিক ছাড় দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের মডেলটি কিনলে ৫২,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১৫,০০০ টাকা, এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
এদিকে অল্টো কে১০-এর অটোমেটিক ভ্যারিয়েন্ট ২২,০০০ টাকার ডিসকাউন্ট এবং সিএনজি ভ্যারিয়েন্টে ৪৫,১০০ টাকা ছাড় দিচ্ছে সংস্থা। পরবর্তী মডেলটি হল Celerio। বর্তমানে গাড়িটি ৪৬,০০০ টাকার ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। তবে এর সিএনজি ভার্সনে ছাড়ের পরিমাণ অল্টো কে১০ সিএনজি-র সাথে অনুরূপ। এদিকে সেলেরিও-র অটোমেটিক ভ্যারিয়েন্টে ২১,০০০ টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে।
Maruti WagonR ও Alto 800 গাড়ির উপহ ৪২,০০০ টাকার ছাড় চলছে। অন্যদিকে হ্যাচব্যাক মডেল Swift এবং সাব-কমপ্যাক্ট সেডান Dzire কিনলে ৩২,০০০ টাকার আর্থিক সুবিধা লাভ করা যাচ্ছে। যদিও এই অফারের শেষ তারিখ সম্পর্কে কোন বার্তা পাওয়া যায়নি। তাই গাড়ি কেনার আগে শোরুমে থেকে অফারের বিষয়ে বিশদে জেনে নেওয়াই যুক্তিযুক্ত।