দেশের প্রথম গাড়ি সংস্থা হিসাবে 3500 শোরুম খুলে নজির Maruti Suzuki-র
ভারতের বৃহত্তম যাত্রীগাড়ি প্রস্তুতকারী হিসেবে সুপরিচিত মারুতি সুজুকি (Maruti Suzuki) এবারে নতুন দৃষ্টান্ত স্থাপনের কথা ঘোষণা করল। ইন্দো জাপানি সংস্থাটি জানিয়েছে এদেশে তারা ৩,৫০০ শোরুম উদ্বোধনের মাইলস্টোন স্পর্শ করেছে। কোনো গাড়ি সংস্থার কাছে ২,২৫০টির বেশি শহরে উপস্থিতির নজির ভারতে এই প্রথম।
মারুতি সুজুকির লেটেস্ট NEXA আউটলেটটি হায়দ্রাবাদে গড়ে তোলা হয়েছে, যেটি হল তাদের ৩,৫০০তম শোরুম। সংস্থাটি বলেছে, ২০২১-২২-এ ভারতে তাদের ২৩৭টি নতুন সেলস আউটলেট খোলা হয়েছিল। সেখানে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট ১৭০টি শোরুম উদ্বোধন হয়েছে।
সংস্থার এই নয়া মাইলফলক ভারতে এ বছর তাদের ব্যবসার ৪০ বছরের সাথে উদযাপিত হচ্ছে। এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাশি টাকিউচি বলেন, “কোম্পানির মাল্টি চ্যানেল সেলস নেটওয়ার্ক সমস্ত সেগমেন্টের চাহিদা বৃদ্ধিতে সাহায্য করেছে।”
প্রসঙ্গত, মারুতি সুজুকি ভারতে ARENA, NEXA এবং কমার্শিয়াল – এই তিনটি ডিলারশিপ চ্যানেলের মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকে। ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমেও ক্রেতাদের গাড়ি কেনার অভিজ্ঞতা দেয় সংস্থা। গত মাসে তারা মোট ১,৫৬,০৬৭ ইউনিট প্যাসেঞ্জার এবং লাইট কমার্শিয়াল ভেহিকেল বিক্রি করেছে। যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নতুন Alto, WagonR এবং Swift।