হার মানল টাটা, অবশেষে Nexon-কে হারিয়ে বেস্ট-সেলিং SUV-র লিস্টে শীর্ষে এই মডেল
ভারতের বাজারে 4 মিটারের কম দৈর্ঘ্যের কম্প্যাক্ট এসইউভির বিক্রি এখন মধ্যগগনে। বিগত ক'বছরে এই সেগমেন্টে চাহিদা চোখে পড়ার মতো। হ্যাচব্যাকের থেকে সামান্য বড় এই ধরনের এসইউভির নিত্যনতুন মডেল বাজারে আনছে কোম্পানিগুলি। পরিসংখ্যান বলছে, 2024 সালের ফেব্রুয়ারিতে 55,000 ইউনিটের বেশি কম্প্যাক্ট SUV বিক্রি হয়েছে। আর সবচেয়ে বড় ঘটনা হল Tata Nexon-কে হটিয়ে শীর্ষে উঠে এসেছে Maruti Suzuki Brezza।
Maruti Suzuki Brezza বেস্ট সেলিং কম্প্যাক্ট SUV
গত মাসে, Brezza গাড়িটির মোট 15,765 ইউনিট বিক্রি হয়েছে। এটি আবার ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকার পঞ্চম স্থান দখল করেছে। বর্তমানে সাব-ফোর মিটার কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে 30% মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে মডেলটি।
তালিকার দ্বিতীয় স্থান জুড়ে রয়েছে অন্যতম বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভি Tata Nexon। আগের মাসে মোট 14,396 জন গ্রাহক এই গাড়ি নিজের গ্যারেজে যুক্ত করেছেন। সর্বাধিক বিক্রিত প্রথম দশটি প্যাসেঞ্জার ভেহিকেলের তালিকায় জায়গা পেয়েছে এটিও।
ভারতে অটোমোবাইলের ব্যবসায় নবাগত হওয়া সত্ত্বেও এসইউভি গাড়ি বিক্রিতে Kia-র সোনায় সোহাগা। গত মাসে সংস্থার Seltos ও Sonet গাড়ি দুটির বিপুল চাহিদা দেখা গেছে। তৃতীয় স্থানে তাই বিরাজমান Kia Sonet। আগের মাসে 9,102টি সনেট বেচেছে কিয়া। বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভির লিস্টে চতুর্থ ও পঞ্চম স্থানের দখলদার যথাক্রমে Hyundai Venue (8,933 ইউনিট) ও Mahindra XUV300 (4,218 ইউনিট)।