মাইলেজ দুর্ধর্ষ, 10 লাখের নীচে Tata, Maruti, ও Hyundai এর এই 5 CNG গাড়ি সেরার সেরা
পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় জ্বালানির খরচ বৃদ্ধি গাড়ি মালিকদের চিন্তা বাড়িয়েছে। যার ফলে বিকল্প জ্বালানির গাড়ির খোঁজ করছেন, এমন মানুষের সংখ্যাও বেড়েছে প্রচুর। ব্যাটারি চালিত চারচাকার দাম এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায়, সিএনজি চালিত পরিবেশবান্ধব গাড়িতে আগ্রহ দেখাচ্ছেন ভোক্তারা। চলুন দেখে নেওয়া যাক ১০ লাখের নীচে এমনই পাঁচ সেরা গাড়ি। যাদের মাইলেজ পেট্রল-ডিজেল ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি।
Tata Tiago CNG
টাটা তাদের এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক টিয়াগোর হাত ধরে সিএনজি গাড়ির দুনিয়ায় প্রবেশ করেছে। গাড়িটি দারুণ শক্তপোক্ত। ক্র্যাশ টেস্টেও ভাল ফলাফল করতে পেরেছে। ফলে ছোট গাড়িগুলির মধ্যে জনপ্রিয়তা বেশি। এটি ২৬ কিমি/কেজি মাইলেজ দিতে সক্ষম। ট্রিম অনুযায়ী, ৭.৩৭ লাখ থেকে ৮.০৫ লাখ টাকা পর্যন্ত দাম (এক্স-শোরুম)।
Maruti Suzuki Wagon R
দেশে সর্বাধিক সিএনজি গাড়ি রয়েছে মারুতি সুজুকির পোর্টফোলিওতে। তাদের এই ধরনের গাড়ি সর্বোত্তম ফুয়েল এফিশিয়েন্সি অফার করে। দাম ৭.৪৩ লাখ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)। মারুতি ওয়াগনআর কেজি প্রতি সর্বোচ্চ ৩৪ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki Celerio
মারুতির সিএনজি লাইনআপের লেটেস্ট মডেল হল সেলেরিও। দেশে বিক্রিত সিএনজি পরিচালিত গাড়িগুলির মধ্যে সেলেরিওর মাইলেজ সর্বাপেক্ষা বেশি। ১ কেজি গ্যাস খরচ করে ৩৫.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এটি। মূল্য ৭.৭৩ লাখ। টাকা (এক্স-শোরুম)।
Hyundai Grand i10 Nios CNG
Hyundai Grand i10 Nios এর Magna ও Sportz ও ভ্যারিয়েন্ট সিএনজি পাওয়ারট্রেন ভ্যারিয়েন্টে উপলব্ধ। আবার খুব সম্প্রতি এই লাইনআপে Asta মডেলও সিএনজি অপশনে এসেছে। যার দাম ৮.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। প্রতি কেজিতে ২৮ কিলোমিটার মাইলেজ দেয় এটি।
Maruti Suzuki Dzire
এই তালিকায় মারুতি সুজুকি ডিজায়ার হলো একমাত্র সেডান। কমপ্যাক্ট গাড়িতে সিএনজি সিলিন্ডার সাধারণত বেশিরভাগ বুট স্পেসর দখল করে নেয়। তবে ডিজায়ার সিএনজি ট্যাঙ্ক বহন করা সত্ত্বেও অল্প পরিমাণে বুট স্পেস দিতে সক্ষম। বাণিজ্যিক ক্ষেত্রে গাড়িটি অত্যন্ত জনপ্রিয়। কারণ প্রতি কেজিতে ৩১ কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি। দাম শুরু ৯.৫২ লাখ টাকা থেকে (এক্স-শোরুম)।