Maruti EV: মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ির লঞ্চ 2024 সালে, এক চার্জে যাবে 550 কিমি
নতুন বছরের আগেই সুখবর। মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হতে চলেছে ২০২৪ সালেই। নির্দিষ্টভাবে বললে, চব্বিশের উৎসবের মরসুম বা তার আগেই। সামনের বছর থেকে
নিজস্ব কারখানায় Maruti Suzuki eVX কোডনামের ইলেকট্রিক গাড়িটির গণ উৎপাদনের কথা জানিয়েছে সংস্থা। গত জানুয়ারিতে অনুষ্ঠিত অটো এক্সপো-র মঞ্চে গাড়িটির কনসেপ্ট ভার্সন প্রদর্শিত হয়েছিল। এরপর জাপান অটো শো-তে আত্মপ্রকাশ করে এটি।
Maruti Suzuki আগামী বছর eVX লঞ্চ করবে
মারুতি জানিয়েছে, গুজরাতের হানশালপুরের প্ল্যান্টে গাড়িটির প্রোডাকশন হবে। এমনকি সেখানে তৈরি eVX বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হবে। গুজরাতের রাজধানী আমেদাবাদ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত মারুতি সুজুকির ওই কারখানায় বর্তমানে Swift, Baleno, Dzire ও Fronx-এর মতো বেস্ট-সেলিং মডেল তৈরি হয়। কারখানাটি মারুতি সুজুকির অধীনস্থ সুজুকি মোটর গুজরাত প্রাইভেট লিমিটেড (এসএসজি) চালায়।
প্রসঙ্গত, সুজুকি মোটর গুজরাত সরকারের সাথে ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের জন্য ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল। মারুতি সুজুকির কার্যনির্বাহী আধিকারিক (কর্পোরেট অ্যাফেয়ার) রাহুল ভারতী বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষে আমাদের প্রথম ইলেকট্রিক এসইউভি লঞ্চ হবে। গুজরাতের এসএমজি থেকে তৈরি হয়ে বেরোবে গাড়িটি। হানশালপুরে বর্তমানে এসএমজি-র তিনটি কারখানা রয়েছে – প্ল্যান্ট এ, বি ও সি। এখন ইভি তৈরির জন্য আরও একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা হবে।”
eVX ইলেকট্রিক এসইউভি সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছে মারুতি সুজুকি। যেমন এটি লম্বায় ৪ মিটারের বেশি হবে। আবার ভারতের কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে প্রথম ইভি মডেল হতে চলেছে এটি। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৪,৩০০ মিমি, ১,৮০০ মিমি ও ১,৬০০ মিমি। সম্পূর্ণ চার্জ থাকলে গাড়িটি ৫৫০ কিমি পথ ছুটবে। শক্তি যোগাবে ৬০ কিলোওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক।
ডিজাইনের প্রসঙ্গে বললে, অল-ইলেকট্রিক eVX স্পোর্টি এলইডি হেডলাইট, ডিআরএল ইউনিট, ক্লোজ ফ্রন্ট গ্রিল, কানেক্টেড এলইডি টেললাইট ও স্পোর্টি অ্যালয় হুইলের সঙ্গে আসবে। কেবিনে থাকছে স্লিক ড্যাশবোর্ড, বিশাল ফ্রি-স্ট্যান্ডিং ডিজিটাল ডুয়েল-স্ক্রিন, ইনফোটেনমেন্ট সিস্টেম, টু-স্পোক স্টিয়ারিং হুইল, ইত্যাদি।