Maruti Suzuki Electric EVX: টাটার খেলা এবার শেষ, মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি উন্মোচিত হবে নভেম্বরে

Maruti Suzuki Electric EVX Launch Date - মারুতি ইভিএক্স (এই কোডনামে ডাকা হচ্ছে) ঠিক কবে ভারতে আসবে এখনও সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইলেকট্রিক গাড়িটি ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে দেশে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

Update: 2024-10-31 09:10 GMT

বৈদ্যুতিক গাড়ির জগতে এবার আনুষ্ঠানিভাবে প্রবেশ করছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থাটি ৪ নভেম্বর ইতালির মিলানে তাদের প্রথম ইলেকট্রিক মডেল EVX-এর প্রোডাকশন ভার্সন উন্মোচন করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, এটির প্রোটটাইপ মডেল গত বছর আত্মপ্রকাশ করেছিল। এবার যে মডেলটি আসছে সেটাই প্রোডাকশনে যাবে। অর্থাৎ উৎপাদন করে বিক্রি হবে। গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কারণেই ভারতের বাইরে গাড়িটি উন্মোচিত হচ্ছে। এটি জাপান সহ বিশ্বের একাধিক জায়গায় উপলব্ধ হবে।

Maruti EVX ভারতে কবে লঞ্চ হবে

মারুতি ইভিএক্স (এই কোডনামে ডাকা হচ্ছে) ঠিক কবে ভারতে আসবে এখনও সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইলেকট্রিক গাড়িটি ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে দেশে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ির চূড়ান্ত সংস্করণ জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে প্রদর্শিত হবে বলে শোনা যাচ্ছে।

মেড ইন ইন্ডিয়া

মারুতি সুজুকি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তাদের ইলেকট্রিক ভেহিকেলের একটা বড় অংশ ভারতে তৈরি হয়েছে। এমনকি কোম্পানি গুজরাতের কারখানায় গাড়িটি উৎপাদন করবে। ভারতই হবে গাড়িটির মাদার প্ল্যান্ট। সেখান থেকে অন্যান্য দেশে রপ্তানি চলবে। লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের কারণে গাড়িটির দাম হাতের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে।

দাম ও প্রতিদ্বন্দ্বী

মারুতির ইলেকট্রিক গাড়ির দাম ১৫ থেকে ২০ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে টাটা কার্ভ ইভি এবং আপকামিং হুন্ডাই ক্রেটা ইভি-র সঙ্গে এটির প্রতিযোগিতা চলবে।

রেঞ্জ ও ফিচার্স

মারুতির বৈদ্যুতিক গাড়িতে ফুল-এলইডি লাইটিং সেটআপ, কানেক্টেড-স্টাইল টেলল্যাম্প, অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিট্যান্স সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়েল স্ক্রিন সহ বিভিন্ন অত্যাধুনিক ফিচার্স থাকবে। ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে প্রায় ৫৫০ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে।

Tags:    

Similar News