Maruti Suzuki Fronx কি Tata Punch-কে টেক্কা দিতে পারবে? ইঞ্জিন-ফিচার্সে সেরা কে

By :  SUMAN
Update: 2023-04-29 09:00 GMT

মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নবীনতম মডেল ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে সদ্য পা রেখেছে Fronx। এবছর অটো এক্সপো-তে প্রথমবার সর্বসমক্ষে দর্শন দিয়েছিল গাড়িটি। Baleno ও Brezza-এর মধ্যবর্তী স্থানে জায়গা পেয়েছে এটি। দাম এবং বৈশিষ্ট্যের দিক থেকে Maruti Suzuki Fronx-এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে রয়েছে কম্প্যাক্ট এসইউভি দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী Tata Punch। এই প্রতিবেদনে গাড়ি দুটির তুলনাস্বরূপ আলোচনা রইল।

Maruti Suzuki Fronx vs Tata Punch : ডিজাইন

দর্শনের দিক থেকে Maruti Grand Vitara-র সাথে Fronx-এর অনেকাংশেই মিল আছে। বলতে গেলে এটি Grand Vitara-র ছোট ভার্সন হল Fronx। এর টপ ভ্যারিয়েন্টে রয়েছে এলইডি লাইটিং, টেলগেটে লাইটবার। এদিকে Fronx-এর চাইতে Punch-কে দেখতে অধিক পেশীবহুল।

Maruti Suzuki Fronx vs Tata Punch : স্পেসিফিকেশন

Punch সিএনজি এবং পেট্রোল উভয় পাওয়ারট্রেন সহ বেছে নেওয়া যায়। এর পেট্রোল ইঞ্জিন থেকে ৮৪ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড গিয়ারবক্স এবং ৫-স্পিড এএমটি বিকল্পে উপলব্ধ। সিএনজি ভার্সনে চলার সময় এর ইঞ্জিন থেকে ৭৫ বিএইচপি শক্তি এবং ৯৭ এনএম টর্ক পাওয়া যায়। সিএনজি ট্রিমটি কেবলমাত্র একটা ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সে কেনা যায়।

অন্যদিকে, Fronx দুটি পেট্রোল ইঞ্জিনে অফার করে মারুতি সুজুকি। ১.২ লিটার ন্যাচারালি পেট্রোল পাওয়ারট্রেন থেকে ৮৮ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপাদিত হয়। এটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৫-স্পিড এমটি সহ উপলব্ধ হয়েছে। আবার বুস্টার জেট ইঞ্জিন থেকে ৯৮ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক পাওয়া যায়। এতে হ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন অফার করা হয়েছে।

Maruti Suzuki Fronx vs Tata Punch : ফিচার্স

ফিচার হিসেবে উভয় গাড়িতে রয়েছে ক্রুজ কন্ট্রোল, একটি মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, এলইডি ডেটাইম রানিং ল্যাম্প, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, রিয়ার এসি ভেন্টস, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। পাঞ্চ-এ যেখানে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম উপস্থিত, সেখানে ফ্রঙ্কস-এরর ক্ষেত্রে এটি ৯ ইঞ্চি। পাঞ্চ-এ উপস্থিত ড্রাইভ মোড, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং হারমানের স্পিকার সিস্টেম।আর ফ্রঙ্কস-এ রয়েছে এলইডি হেডল্যাম্প, হ্যালোজেন প্রোজেক্টর সেটআপ, এবং হেড-আপ ডিসপ্লে।

Maruti Suzuki Fronx vs Tata Punch : দাম

Maruti Suzuki Fronx-এর দাম ৭.৪৬ লক্ষ টাকা থেকে ১৩.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এদিকে Tata Punch-এর বর্তমান বাজার মূল্য ৬ লাখ থেকে ৯.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) অব্দি।

Tags:    

Similar News