মারুতির প্রথম সিএনজি এসইউভি? Maruti Grand Vitara CNG-র লঞ্চ শীঘ্রই
Maruti Grand Vitara CNG সামনের মাসেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু বলা হয়নি। তবে শোনা যাচ্ছে, এসইউভিটির সিএনজি ভার্সন ডিসেম্বরেই বাজারে হাজির করবে মারুতি সুজুকি (Maruti Suzuki)। এটি মারুতির প্রথম SUV হতে পারে, যা ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট সমেত আসবে। আবার Toyota Hyryder CNG-র মতো Maruti Grand Vitara CNG-র ১.৫ লিটার K15C পেট্রোল মিল্ড হাইব্রিড ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১০৩ বিএইচপি শক্তি উৎপন্ন হবে।
একটি প্রচলিত পেট্রোল হাইব্রিড সেটআপের সাথে তুলনাস্বরূপ সিএনজি ভার্সনের পাওয়ার এবং টর্ক সামান্য কম হবে। Maruti Grand Vitara CNG-তে একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হতে পারে। ১ কেজি জ্বালানিতে এটি প্রায় ২৬.১ কিলোমিটার পথ চলতে পারবে বলেই মনে করা হচ্ছে। তবে Hyryder CNG যেমন দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে, সেদিক থেকে Grand Vitara CNG একাধিক ট্রিমের বিকল্পে আসবে বলেই অনুমান।
দামের প্রসঙ্গে বললে, পেট্রোল মিল্ড হাইব্রিড মডেলের তুলনায় Grand Vitara CNG-র দাম ৭৫,০০০-৯৫,০০০ টাকা বেশি রাখা হতে পারে। এর মাঝারি আকারের এসইউভি মডেলটির বাজার মূল্য ১০.৪৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১৯.৬৫ লক্ষ টাকা পর্যন্ত। এদের আবার আটটি অটোমেটিক ভেরিয়েন্ট রয়েছে, যাদের মূল্য ১৩.৪০-১৯.৬৫ লক্ষ টাকা পর্যন্ত। উপরিউক্ত প্রতিটি মূল্যই এক্স-শোরুম প্রাইস ধরে।
Maruti Grand Vitara মোট ৯টি রঙের বিকল্পে অফার করা হয় – আর্কটিক হোয়াইট, অপুলেন্ট রেড, সিলেস্টিয়াল ব্লু, স্প্লেন্ডিড সিলভার, মিডনাইট ব্ল্যাক, চেস্টনাট ব্রোঞ্জ, গ্র্যান্ডনিউর গ্রে, স্প্লেন্ডিড সিলভার মিডনাইট ব্ল্যাক এবং আর্কটিক হোয়াইট মিডনাইট ব্ল্যাক। ডুয়েল টোন পেইন্ট স্কিমগুলি কেবলমাত্র টপ-এন্ড Alpha, Zeta+ ও Alpha+ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এজন্য অতিরিক্ত ১৬,০০০ টাকা দিতে হবে।