26.6 কিমি মাইলেজের দাবি, এবার বাজারে এল Maruti Suzuki Grand Vitara S-CNG

By :  SUMAN
Update: 2023-01-06 14:08 GMT

বর্তমানে পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের কারণে অসংখ্য মানুষ বিকল্প জ্বালানির মধ্যে সিএনজি (CNG) মডেলের গাড়ি বেছে নিচ্ছেন। এই সিএনজি মডেলের সম্ভার সবচেয়ে বেশি রয়েছে দেশের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র ঝুলিতে। এবার ইন্দো-জাপানি সংস্থাটির সিএনজি গাড়ির তালিকায় যুক্ত হল আরও এক নতুন মডেল – Maruti Suzuki Grand Vitara S-CNG। দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে এটি – Delta (MT) ও Zeta (MT)। প্রথমটির মূল্য ১২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং দ্বিতীয়টির দাম ১৪.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা এস-সিএনজি-তে রয়েছে একটি ১.৫ লিটার ডুয়েল-জেট ডুয়েল ভিভিটি কে-সিরিজ ইঞ্জিন। যা থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৬৪.৬ কিলোওয়াট শক্তি এবং ৪,২০০ আরপিএম গতিতে ১২১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। ১ কেজি জ্বালানিতে গাড়িটি ২৬.৬ কিলোমিটার ছুটতে সক্ষম বলে জানিয়েছে মারুতি সুজুকি।

সংস্থার বক্তব্য সদ্য লঞ্চ হওয়া Grand Vitara S-CNG হল তাদের একমাত্র প্রিমিয়াম সিএনজি এসইউভি (SUV), যাতে ছয়টি এয়ারব্যাগ অফার করা হয়েছে। ফিচার হিসেবে এতে উপস্থিত স্মার্টপ্লে প্রো ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, পরবর্তী প্রজন্মের ইন-বিল্ট নেক্সটজেন সুজুকি কানেক্ট সহ ৪০+ কানেক্টেড ফিচার।

গাড়িটির প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের উচ্চপদস্থ কার্যনির্বাহী আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব বলেন।, “২০২২ সেপ্টেম্বরে লঞ্চের পর থেকে Grand Vitara গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এবারে এসইউভি গাড়িটির এস-সিএনজি মডেলে আত্মপ্রকাশ জনপ্রিয়তায় অধিক জোয়ার আনবে।” এদিকে গাড়িটি মান্থলি সাবস্ক্রিপশন প্যাকে কেনার সুযোগ দিচ্ছে সংস্থা। ৩০,৭২৩ টাকা থেকে শুরু হচ্ছে মাসুল।

Tags:    

Similar News