Maruti Suzuki Price Hike: আজ থেকেই দেশে বাড়ছে মারুতি সুজুকির গাড়ির দাম

By :  SUMAN
Update: 2022-04-18 15:19 GMT

‘একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর’! দেশের বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে এই প্রবাদ বাক্যটি ভীষণ তাৎপর্যপূর্ণ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। যুদ্ধের কুপ্রভাব থেকে বাদ পড়ছে না অন্যান্য সামগ্রীর মূল্যও। যার মধ্যে একটি গাড়ি শিল্প। ২০২২-এর সূচনা লগ্নে একাধিক সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তার কয়েকমাস কাটতে না কাটতেই ফের একবার মূল্যবৃদ্ধির পথে হাঁটা শুরু করল একাধিক গাড়ি সংস্থা। যা থেকে বাদ পড়েনি বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)।

সমস্ত গাড়ির এক্স-শোরুম মূল্য প্রায় ১.৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করল মারুতি সুজুকি। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-কে সংস্থাটি তেমনটাই জানিয়েছে। এই নতুন দাম আজ, ১৮ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে। মূল্য বৃদ্ধির প্রসঙ্গে সংস্থার বক্তব্য, বিভিন্ন ইনপুট ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও দাম বাড়ানোর কথা চলতি মাসের ৬ তারিখই সজানিয়েছিল মারুতি। সে সময় মূল্যবৃদ্ধির নির্দিষ্ট পরিমাণ জানানো না হলেও, এবার তা স্পষ্ট করল সংস্থাটি।

আসলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের ফলে মুখ থুবরে পড়েছে একাধিক দেশের অর্থনীতি। যে কারণে কাঁচামালের দাম হু হু করে বাড়ছে। গত ৬ এপ্রিল ইন্দো-জাপানি সংস্থার তরফে কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার কারণে তার কিছু অংশ গ্রাহকদের সাথে ভাগ করে নেওয়ার কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে গাড়ির মডেল অনুযায়ী দাম ০.১ থেকে ৪.৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত, মারুতি সুজুকির পাশাপাশি Audi, BMW, Tata Motors, Toyota-র মতো সংস্থাগুলিও ভারতে গাড়ির মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে। আবার একইসাথে Hero Motocorp, Mahindra & Mahindra-ও এমাসেই গাড়ির দাম বাড়িয়েছে। প্রত্যেকেই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার দিকেই আঙুল তুলেছে।

Tags:    

Similar News