Tata, Mahindra-কে ভয় ধরিয়ে লঞ্চের আগেই Maruti-র এই দুই এসইউভি বুকিংয়ে ঝড় তুলছে
অটো এক্সপো ২০২৩-এ মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের তিনটি মডেল হাজির করেছে। যার মধ্যে প্রথমটি হল নতুন ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট মডেল eVX। এবং পরের দুটি হল Fronx ও Jimny। শেষের দুই গাড়ির অফিসিয়াল বুকিং কিছুদিন হল শুরু হয়েছে। এরই মধ্যে Mahindea-র মতো প্রতিপক্ষ এসইউভি স্পেশ্যালিস্টের বুকে ভয় ধরিয়ে দেওয়ার মতো বুকিং পেয়েছে Maruti Suzuki Fronx ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny।
সংস্থা সূত্রে খবর, মারুতি সুজুকি জিমনি এই ক’দিনে ৯,০০০-এর বেশি বুকিং পেয়েছে। এবং ফ্রন্স্ক-এর বুকিংয়ের অঙ্ক ২,৫০০ পার করেছে। এদিকে অনুরাগীদের বিপুল উচ্ছ্বাস দেখে সুযোগ বুঝে ইন্দো-জাপানি সংস্থাটি বুকিংয়ের টোকেন মূল্য ১১,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ করা সত্ত্বেও Mahindra Thar-কে টেক্কা দিতে আসা অফ-রোড এসইউভি জিমনি-র বুকিং সংস্থায় এতোটুকু প্রভাব পড়েনি।
সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ নেক্সা (Nexa)-এর ছত্রছায়ায় বিক্রিত বাকি মডেলগুলির চাইতে Jimny-তে বেশ রাফ অ্যান্ড টাফ ডিজাইন পরিলক্ষিত হয়েছে। ফিচারের তালিকায় উপস্থিত বডি অন ফ্রেম কনস্ট্রাকশন, ওল্ড-স্কুল বক্সি, আপরাইট ডিজাইন। আবার কেবিনেও দেওয়া হয়েছে নজরকাড়া স্টাইলিং। Zeta ও Alpha – এই দুই ভ্যারিয়েন্টে এসেছে গাড়িটি।
ফোর হুইল ড্রাইভ সহ Maruti Jimny ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল গাড়িটি নতুন K15C-এর বদলে পুরনো K15B ইঞ্জিনেই ছুটবে। এবং এটি ফাইভ স্পিড ম্যানুয়াল অথবা ফোর স্পিড অটোমেটিক গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যাবে।
এদিকে Baleno-এর উপর ভিত্তি করে আসা Fronx SUV-তে দেওয়া হয়েছে ফ্রন্ট হুইল ড্রাইভ। Nexa-এর আওতাধীন গাড়িটির স্টাইলিংয়ে Grand Vitara-র নক্শা প্রত্যক্ষ করা গিয়েছে। এটি একটি ১.২ লিটার কে-সিরিজ পেট্রোল ইঞ্জিনে অফার করা হবে। এর সাথে রয়েছে ১.০ লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল মিল। গাড়ি দুটির দাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে।