Tata, Mahindra-কে ভয় ধরিয়ে লঞ্চের আগেই Maruti-র এই দুই এসইউভি বুকিংয়ে ঝড় তুলছে

By :  SUMAN
Update: 2023-01-23 07:20 GMT

অটো এক্সপো ২০২৩-এ মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের তিনটি মডেল হাজির করেছে। যার মধ্যে প্রথমটি হল নতুন ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট মডেল eVX। এবং পরের দুটি হল Fronx Jimny। শেষের দুই গাড়ির অফিসিয়াল বুকিং কিছুদিন হল শুরু হয়েছে। এরই মধ্যে Mahindea-র মতো প্রতিপক্ষ এসইউভি স্পেশ্যালিস্টের বুকে ভয় ধরিয়ে দেওয়ার মতো বুকিং পেয়েছে Maruti Suzuki Fronx ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny।

সংস্থা সূত্রে খবর, মারুতি সুজুকি জিমনি এই ক’দিনে ৯,০০০-এর বেশি বুকিং পেয়েছে। এবং ফ্রন্স্ক-এর বুকিংয়ের অঙ্ক ২,৫০০ পার করেছে। এদিকে অনুরাগীদের বিপুল উচ্ছ্বাস দেখে সুযোগ বুঝে ইন্দো-জাপানি সংস্থাটি বুকিংয়ের টোকেন মূল্য ১১,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ করা সত্ত্বেও Mahindra Thar-কে টেক্কা দিতে আসা অফ-রোড এসইউভি জিমনি-র বুকিং সংস্থায় এতোটুকু প্রভাব পড়েনি।

সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ নেক্সা (Nexa)-এর ছত্রছায়ায় বিক্রিত বাকি মডেলগুলির চাইতে Jimny-তে বেশ রাফ অ্যান্ড টাফ ডিজাইন পরিলক্ষিত হয়েছে। ফিচারের তালিকায় উপস্থিত বডি অন ফ্রেম কনস্ট্রাকশন, ওল্ড-স্কুল বক্সি, আপরাইট ডিজাইন। আবার কেবিনেও দেওয়া হয়েছে নজরকাড়া স্টাইলিং। Zeta ও Alpha – এই দুই ভ্যারিয়েন্টে এসেছে গাড়িটি।

ফোর হুইল ড্রাইভ সহ Maruti Jimny ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল গাড়িটি নতুন K15C-এর বদলে পুরনো K15B ইঞ্জিনেই ছুটবে। এবং এটি ফাইভ স্পিড ম্যানুয়াল অথবা ফোর স্পিড অটোমেটিক গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যাবে।

এদিকে Baleno-এর উপর ভিত্তি করে আসা Fronx SUV-তে দেওয়া হয়েছে ফ্রন্ট হুইল ড্রাইভ। Nexa-এর আওতাধীন গাড়িটির স্টাইলিংয়ে Grand Vitara-র নক্শা প্রত্যক্ষ করা গিয়েছে। এটি একটি ১.২ লিটার কে-সিরিজ পেট্রোল ইঞ্জিনে অফার করা হবে। এর সাথে রয়েছে ১.০ লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল মিল। গাড়ি দুটির দাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

Tags:    

Similar News