Maruti ঝড়ে জাস্ট উড়ে গেল দেশী-বিদেশী প্রতিপক্ষরা, জানুয়ারিতেও রেকর্ড বিক্রি

By :  SUMAN
Update: 2023-02-04 07:35 GMT

ফেব্রুয়ারি মাস পড়তেই দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের বিক্রির হালহকিকত প্রকাশ করল। যেখানে দেখা গেছে গত মাসে এদেশে ইন্দো জাপানি কোম্পানিটি মোট ১,৪৭,৩৪৮টি যাত্রী গাড়ি বিক্রি করেছে। ২০২২-এর জানুয়ারিতে বেচাকেনার পরিমাণ ১,২৮,৯২৪ ইউনিট থাকায় গত মাসের বিক্রিতে ১৪.২৯ শতাংশ উত্থান দেখেছে সংস্থাটি।

মারুতি সুজুকি জানিয়েছে সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার কারণে উৎপাদনে প্রভাব পড়েছে। দেশের বাজারে এর হ্রাস করতে যথাসম্ভব চেষ্টার কথা উল্লেখ করেছে সংস্থাটি। তাদের বেশ কয়েকটি গাড়ির মডেল একত্রিতভাবে বিক্রিতে ব্যাপক অবদান রেখেছে। যেমন – Baleno, Celerio, Dzire, Ignis, Swift, Tour S, WagonR। আগের মাসে এদের সম্মিলিত বিক্রির অঙ্কটি হল ৭৩,৮৪০ ইউনিট।

অন্যদিকে ইউটিলিটি ভেহিকেল যেমন Brezza, Ertiga, S-Cross, XL6 এবং Grand Vitara-র একত্রিতভাবে ৩৫,৩৫৩ ইউনিট বিক্রির অবদান রেখেছে। ২০২২-এর জানুয়ারিতে এদের ২৬,৬২৪টি মডেল বেচাকেনার তুলনায় যা অনেকটাই বেশি। বিশেষত নতুন প্রজন্মের Brezza এবং Grand Vitara বিক্রিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এদিকে সম্প্রতি শেষ হওয়া অটো এক্সপোতে মারুতি সুজুকি তাদের একজোড়া এসইউভি মডেলের ঝলক দেখিয়েছে। যেগুলি হল – Jimny এবং Fronx। গাড়ি দুটি বিক্রির অঙ্ক আরও বেশি বাড়াতে পারবে বলেই আশাবাদী সংস্থা। Fronx হল একটি নতুন কম্প্যাক্ট এসইউভি, সংস্থার পোর্টফোলিওতে যার স্থান Brezza-র নিচে। এতে রয়েছে একটি ১.০ লিটার বুস্টার জেট টার্বো পেট্রোল ইঞ্জিন। ৫-গতির ম্যানুয়াল এবং ৬-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনে হাজির হবে গাড়িটি।

এটি আবার ১.২ লিটার কে-সিরিজ পেট্রোল ইঞ্জিনেও অফার করা হবে। যার সাথে থাকছে এটি ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স। অন্যদিকে ৫ দরজা বিশিষ্ট Jimny একটি ১.৫ লিটার কে-সিরিজ পেট্রল ইঞ্জিনে হাজির হবে। আইডল স্টার্ট স্টপ সিস্টেম যুক্ত অলগ্রিপ প্রো ফোর-হুইল ড্রাইভ সিস্টেম সহ আসবে গাড়িটি। গিয়ারবক্স হিসেবে এতে ফাইভ স্পিড ম্যানুয়াল অথবা ফোর স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া হবে।

Tags:    

Similar News