Maruti-র উপর ভারতবাসীর ভরসা অটুট, নভেম্বরে Hyundai ও Tata-র চেয়ে তিনগুণ বেশি গাড়ি বিক্রি
ভারতের বাজারে দীর্ঘ কয়েক দশক ধরে গাড়ি ব্যবসার শীর্ষস্থানে ইন্দো-জাপানি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। বিভিন্ন সেগমেন্টের ও বিভিন্ন দামের নানা রকম মডেলের সম্ভার রয়েছে তাদের কাছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সংস্থার অক্টোবরের গাড়ি বিক্রির হিসেব নিকেশ। সেই অনুযায়ী গত মাসে মোট ১,৬৭,৫২০ ইউনিট প্যাসেঞ্জার গাড়ি বিক্রি করতে পেরেছে মারুতি সুজুকির। এর মধ্যে শুধুমাত্র দেশীয় বাজারে বিকিয়েছে ১,৪৩,২৫০ টি। আর বিদেশে পাড়ি দেওয়া গাড়ির সংখ্যা ২০,৪৪৮টি। এবং অন্যান্য ওইএম প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৩,৮২২ ইউনিট।
বিশ্বজুড়ে চলা সেমিকন্ডাক্টর চিপের আকালের আঁচ যে সুজুকির উপরেও পড়েছে তা এক বাক্যে স্বীকার করে নিয়েছে এই সংস্থা। তবে চিপের এই সমস্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তাদের দেশীয় মডেলগুলির উপর। যদিও এই সমস্যার প্রকোপ কমিয়ে উৎপাদন বাড়ানোর জন্য যাবতীয় পদক্ষেপ নিয়েছে তারা।
চলতি বছরের অক্টোবরে সংস্থার বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে মিনি সেগমেন্টে রয়েছে S-Presso ও Alto। এই দুটি মডেল মিলিয়ে মোট ২৪,৯৩৬ ইউনিট বেচেছে তারা। অন্যদিকে সুজুকির কম্প্যাক্ট সেগমেন্টের গাড়িগুলির মোট ৭৩,৬৮৫ টি গাড়ি অক্টোবরে বিক্রি করতে পেরেছে সুজুকি। বাজারে যার অংশীদারিত্ব সর্বাধিক। সেই তালিকার রয়েছে Baleno, Dzire, Celerio, Ignis, Swift, Tour-S এবং WagnoR।
অপর প্রান্তে সংস্থার মিড সাইজ সেগমেন্টের মডেল হিসাবে Ciaz অন্যতম। বিগত অক্টোবরে এই মডেলটির মোট গ্রাহক সংখ্যা ১,৮৮৪ জন। সর্বোপরি ইউটিলিটি ভেহিকেলের মধ্যে থাকা Brezza, Ertiga, S-Cross এবং XL6 মডেলগুলির ৩০,৯৭১ ইউনিট বেচা সম্ভব হয়েছে। উপরন্তু, সংস্থার ভ্যান সেগমেন্টে রয়েছে Eeco মডেলটি, যার চাবি মোট ৮,৮৬১ জন গ্রাহকের কাছে পৌঁছে গেছে। গত মাসে সব মিলিয়ে ভারতে প্যাসেঞ্জার সেগমেন্টে সংস্থার মোট বিক্রিত গাড়ির অঙ্ক ১,৪০,৩৩৭ ইউনিট। বলতে গেলে যা Tata ও Hyundai এর প্রায় তিনগুণ।
এছাড়াও সুজুকির হালকা ওজনের বাণিজ্যিক গাড়ি হল Super Carry। বিগত অক্টোবরে এর মোট ২,৯১৩ ইউনিট বিক্রি করতে পেরেছে মারুতি। অতএব যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি মিলিয়ে ২০২২ সালের অক্টোবরে মারুতি সুজুকির সর্বমোট বিক্রি হওয়া গাড়ির সংখ্যা ১,৪৩,২৫০ ইউনিট।
প্রসঙ্গত, সম্প্রতি লঞ্চ হওয়া Brezza এর আপডেটেড সংস্করণ ও Grand Vitara এর দৌলোতে ভারতবর্ষের এসইউভি সেগমেন্টে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে জাপানের এই সংস্থা। পাশাপাশি তাদের হাতে রয়েছে একগুচ্ছ সিএনজি দ্বারা পরিচালিত গাড়ি। কয়েকদিন আগেই আত্মপ্রকাশ করেছে Baleno এবং XL6 এর সিএনজি মডেল।