পেট্রল গাড়ি ভুলে যাবেন, 33 কিমি মাইলেজ নিয়ে লঞ্চ হল নতুন Maruti Swift CNG

By :  SUMAN
Update: 2024-09-12 10:47 GMT

Maruti Suzuki আজ ভারতে Swift ফেসলিফ্টের CNG ভার্সন লঞ্চ করল। ফোর্থ জেনারেশন Swift লঞ্চ হওয়ার চার মাস পর এটির CNG ভার্সনের আগমন ঘটল। নতুন অবতারে Maruti Swift CNG আরও বেশি টর্ক ও ফুয়েল এফিশিয়েন্সি সরবরাহ করবে। গাড়িটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। বেস VXi CNG মডেলের দাম ৮,১৯,৫০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

মারুতি সুজুকির দাবি, নতুন সুইফট সিএনজি আগের মডেলের থেকে ছয় শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী। এতে ১.২ লিটার, থ্রি-সিলিন্ডার, পেট্রল ইঞ্জিন রয়েছে, যা সিএনজি মোডে ৬৯.৭৫ পিএস পাওয়ার ও ১০১.৮ এনএম টর্ক উৎপন্ন করে। এটি প্রতি কেজিতে ৩২.৮৫ কিলোমটার মাইলেজ দেবে। কেবল ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যাবে গাড়িটি।

আরও পড়ুন : ভাল ছবি ওঠে না বলে মন খারাপ? আর চিন্তা নেই, দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo T3 Ultra

Maruti Suzuki Swift CNG ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP) এবং হিল হোল্ড অ্যাসিস্টের মতো সেফটি ফিচার্স অফার করে। এছাড়াও, সুইফট এস-সিএনজি সাত ইঞ্চি স্মার্ট প্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, সুজুকি কানেক্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার সহ নানা আধুনিক বৈশিষ্ট্যে সজ্জিত।

আরও পড়ুন : ৮ হাজার টাকার কমে Samsung Galaxy M05 ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

জানিয়ে রাখি, নতুন মারুতি সুইফট পেট্রলের দাম ৬.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হযে ৯.৬০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স-শোরুম)। এটি LXi, VXi, VXi (O), ZXi এবং ZXi+ ট্রিমে উপলব্ধ। পেট্রল মডেলের মাইলেজ ২৪.৮০ কিমি থেকে ২৫.৭৫ কিলোমিটার/লিটার বলে দাবি করেছে ইন্দো জাপানি সংস্থাটি।

Tags:    

Similar News