মাইলেজে ঝড় তুলবে বাজারে, Maruti-র নতুন গাড়ি লঞ্চের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে

By :  SUMAN
Update: 2023-06-20 14:59 GMT

মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী মাসে তাদের নতুন মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি Invicto লঞ্চ করবে। ৫ জুলাই লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। এটি Toyota Innova Crysta-র রিব্যাজ ভার্সন। মূল্যের বিচারে সংস্থার লাইনআপে থাকা সবচেয়ে দামি মডেল Grand Vitara-কেও ছাপিয়ে শীর্ষস্থান দখল করবে এটি।

Fronx ও Jimny-র পর আড়াই মাসের ব্যবধানে Maruti Suzuki Invicto হতে চলেছে সংস্থার এখনও পর্যন্ত সবচেয়ে বড় লঞ্চ। তবে উল্লেখযোগ্য বিষয় হল, Invicto-র পর মধ্যবিত্ত ক্রেতাদের জন্য দুটি অপেক্ষাকৃত সস্তা গাড়ি আগামী বছর পরপর লঞ্চ করতে চলেছে মারুতি। এগুলি হল – কম্প্যাক্ট প্রিমিয়াম হ্যাচব্যাক Maruti Suzuki Swift ও কম্প্যাক্ট সেডান Dzire-এর নতুন প্রজন্মের ভার্সন।

নতুন প্রজন্মের Maruti Suzuki Swift

আসন্ন সুইফ্ট-এর নয়া সংস্করণের ডিজাইন পুরোদস্তুর পরিবর্তন করা হচ্ছে। কেবিনেও থাকছে একঝাঁক নতুনত্ব। বিদেশের রাস্তায় গাড়িটির একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ২০২৪-এর শুরুতে বাজারে পা রাখতে পারে এটি। সবচেয়ে বড় আপডেট হিসেবে এতে থাকছে নতুন হাইব্রিড পাওয়ারট্রেন। ১.২ লিটার থ্রি সিলিন্ডার, স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন সহ আসবে গাড়িটি। যা মিড-স্পেক এবং টপ-এন্ড ভ্যারিয়েন্টে দেওয়া হতে পারে। নয়া মডেলে স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। আবার ৫-স্পিড এএমটি বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে।

নতুন প্রজন্মের Maruti Suzuki Dzire

Swift-এর মতো মারুতি সুজুকি ডিজায়ার ব্যাপক আপডেট পেতে চলেছে। বাহির তথা অন্দরমহল, উভয়ক্ষেত্রেই নতুনত্বের ছোঁয়া নজরে পড়বে। আপডেটের ক্ষেত্রে হ্যাচব্যাক সহোদর Swift-এর সাথে Dzire-এর যথেষ্ট মিল থাকবে। এটি ২০২৪-এর মধ্যবর্তী সময়ে লঞ্চ হবে বলে অনুমান। এটিও স্ট্রং হাইব্রিড ইঞ্জিন সমেত আসবে। মিলবে একঝাঁক নতুন ফিচার ও টেকনোলজি। স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন থেকে ৩৫-৪০ কিলোমিটার/লিটার মাইলেজ পাওয়া যাবে বলে জল্পনা চলছে, যা উক্ত সেগমেন্টে এই প্রথম।

Tags:    

Similar News