পরিবেশ রক্ষায় পদক্ষেপ করল Maruti, প্রতিটি গাড়িতেই এল নতুন আপডেট, বাকিরা কি করবে
মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতের নয়া নির্গমন বিধির প্রসঙ্গ উল্লেখ করে নতুন ঘোষণা করল। ইন্দো জাপানি সংস্থাটি জানিয়েছে তারা এমাস থেকে জারি হওয়া BS6 Phase 2 মেনে নিজেদের পোর্টফোলিওর সমস্ত গাড়ি আপগ্রগেড করে ফেলেছে। যার মধ্যে রয়েছে সেডান, এসইউভি, হ্যাচব্যাক এমনকি কমার্শিয়াল ভেহিকেল। এগুলি BS6 Phase 2-এর পাশাপাশি এটি রিয়েল ড্রাইভ এমিশন বা আরডিই বিধি মেনেও কাজ করবে।
Maruti Suzuki-র সব গাড়ি BS6 Phase 2 মেনে এসেছে
বর্তমানে মারুতি সুজুকির সংগ্রহের সমস্ত গাড়ি অন বোর্ড ডায়াগনস্টিক বা ওবিডি সিস্টেম সমেত হাজির হওয়ার কথা জানিয়েছে তারা। অর্থাৎ এবার প্রতি মুহূর্তে নির্গমনের পরিমাণ সম্পর্কে ধারনা পাওয়া যাবে। এক সাংবাদিক বিবৃতি প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে তাদের সমস্ত নতুন মডেলের ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের সুবিধা মিলবে।
Maruti Suzuki-র সংগ্রহে রয়েছে এই গাড়িগুলি
বর্তমানে মারুতি সুজুকি এদেশে এরিনা (Arena) এবং নেক্সা (Nexa) – এই দুই ডিলারশিপ চ্যানেলের মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকে। এরিনা-র আওতায় Alto K10, S-Presso, WagonR, Swift, Dzire, Ertiga এবং Brezza – এই গাড়িগুলি বিক্রি করা হয়। যেখানে নেক্সা-র অধীনে অফার করা হয় – Ignis, Baleno, Ciaz, XL6, Grand Vitara এবং নতুন লঞ্চ হওয়া Fronx।
বর্তমানে এ দেশে মারুতি সুজুকি ১৫টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করে। যার মধ্যে প্রতিটি পেট্রোল ইঞ্জিন এবং বেশিরভাগ সিএনজি বিকল্পে উপলব্ধ। নতুন নির্গমন বিধি পালন করে গাড়ি আনার প্রসঙ্গে সংস্থার প্রধান প্রযুক্তিগত আধিকারিক সিভি রামান বলেন, “ভারত সরকার সম্প্রতি নতুন বিএস৬ ফেজ ২ বিধি চালু করেছে। যা পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে দীর্ঘ পথের দিশা দেখাবে।” প্রসঙ্গত, সামনের মাসে মারুতি সুজুকি এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত Jimny লঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।