Mercedes-AMG E 53 4MATIC+ Cabriolet লঞ্চ হল ভারতে, 250 কিমি টপ স্পিড, দাম শুনলে মাথা ঘুরবে

By :  SUMAN
Update: 2023-01-06 14:40 GMT

মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz) তাদের প্রিমিয়াম ও বিলাসবহুল এএমজি (AMG) রেঞ্জের নবম মডেল ভারতে লঞ্চের ঘোষণা করল। যার নাম – Mercedes-AMG E 53 4MATIC+ Cabriolet। যার দাম শুনলে হয়তো অনেকেরই চোখ ছানাবড়া হবে। এর মূল্য ১.৩০ কোটি টাকা (এক্স-শোরুম)। ভারতে বিক্রিত ক্যাব্রিওলেট-এর সবচেয়ে লাক্সারি মডেল এটি। গাড়িটিতে উপস্থিত একটি ৩.০ লিটার সিক্স-সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন, যা থেকে ৪৩৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয়।

Mercedes-AMG E 53 Cabriolet নিজের এএমজি ঘরানার ডিজাইন সহ এসেছে। এতে রয়েছে এএমজি গ্রিল, এএমজি অ্যালয় হুইল, লিপ স্পয়লার এবং চারটি নল যুক্ত এগজস্ট সেটআপ, যা এএমজি গোত্রীয় নয়, এমন মডেলের থেকে গাড়িটিকে পৃথক করেছে। এছাড়া গাড়িটি টু-ডোর লেআউট এবং কনভার্টিবল টপ সহ হাজির হয়েছে।

E 53 Cabriolet ঝাঁ চকচকে কেবিনের সাথে E 53 সেডান মডেলটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। এতে রয়েছে টুইন ডিসপ্লে ইনফোটেনমেন্ট এবং ইন্সট্রুমেন্ট প্যানেল কনফিগারেশন। ফিচারের তালিকায় উপস্থিত একটি উইন্ড ডিফ্লেক্টর, এএমজি ট্র্যাক স্পেস ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম, ৬৪-কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, এলইডি হেডল্যাম্প, এএমজি সিট, এএমজি পারফরম্যান্স স্টিয়ারিং, বারমাস্টার সারাউন্ড সাউন্ড সিস্টেম সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

E 53 AMG একটি ৩.০ লিটার টার্বো চার্জড, সিক্স-সিলিন্ডার ইঞ্জিন সমেত এসেছে। যা থেকে সর্বোচ্চ ৪৩৫ বিএইচপি শক্তি এবং ৫২০ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনটিকে সঙ্গত দেবে একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর, যা থেকে ২১ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে থাকছে একটি ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। যা থেকে সমপরিমাণ শক্তি চার চাকায় সঞ্চারিত হবে। এই দায়িত্বটি তৎপরতার সাথে পালন করবে অল হুইল ড্রাইভ সিস্টেম (AWD)। AMG E 53 4MATIC+ Cabriolet গাড়িটি ০-১০০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ মাত্র ৪.৬ সেকেন্ডে তুলতে সক্ষষ। এর টপ স্পিড ২৫০ কিমি/ঘন্টা।

Tags:    

Similar News