Tata Nano-র থেকেও ছোট গাড়ির কেবিনের ছবি প্রকাশ, এক চার্জে ছুটবে 200-250 কিমি

By :  techgup
Update: 2023-04-08 17:04 GMT

এমজি মোটর (MG Motor) ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। টাটা ন্যানোর চেয়েও আকারে ছোট MG Comet EV আগামী ১৯ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। তার আগে সংস্থাটি গাড়িটির কেবিনের ছবি প্রকাশ করেছে। সেখানে কী কী থাকছে, চলুন দেখে নেওয়া যাক।

MG Comet EV : ইন্টেরিয়র

টিজার ছবিতে Comet EV-র ফিউচারিস্টিক কেবিনের দেখা মিলেছে। যেখানে রয়েছে সিলভার ট্রিম এবং একটি ডুয়েল ১০.২৩ ইঞ্চি স্ক্রিন সমেত স্লিক ড্যাশবোর্ড। এছাড়া নতুন ডিজাইনের ২-স্পোক স্টিয়ারিং হুইলের দেখা মিলেছে।

MG Comet EV : ফিচার্স

কমেট ইভি গাড়িটি ইন্দোনেশিয়ার বাজারে বিক্রিত Wuling Air EV-এর উপর ভিত্তি করে আসছে। দুই দরজা বিশিষ্ট ছোট ফ্রেমের গাড়িটির ফিচারের তালিকায় ডুয়েল প্রোজেক্টর হেডল্যাম্পের দেখা মিলবে। এর সামনের অংশে রয়েছে চার্জিং পোর্ট। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে ইন্টিগ্রেটেড টার্ন ইন্ডিকেটর সহ ডুয়াল টোন ফ্রন্ট বাম্পারে এলইডি ডিআরএল, ভার্টিক্যাল টেললাইট এবং পেছনে এলইডি লাইটবার থাকছে।

MG Comet EV : ব্যাটারি ও রেঞ্জ

আন্তর্জাতিক বাজারে গাড়িটি দুটি ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায় – ১৭.৩ কিলোওয়াট আওয়ার, যার রেঞ্জ ২০০ থেকে ২৫০ কিলোমিটার এবং ২৬.৭ কিলোওয়াট আওয়ার, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার। তবে ভারতে প্রথম ব্যাটারির বিকল্পটি অফার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যা একটি ৪০ বিএইচপি আউটপুট উৎপন্নকারী ইলেকট্রিক মোটরকে শক্তি জোগাবে।

ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৮.৫ ঘন্টা। তবে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না। প্রসঙ্গত গত মাসে Comet EV-র উপর থেকে পর্দা সরিয়ে ছিল এমজি। গাড়িটির দাম ১০ থেকে ১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এটি সংস্থার লাইনআপ ZS EV-এর নীচে অবস্থান করবে। মোট পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি – হোয়াইট, ব্লু, গ্রীন, ইয়েলো এবং পিঙ্ক। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Tiago EV এবং Citroen eC3।

Tags:    

Similar News