Tata Nano-র স্মৃতি ফিরিয়ে ভারতে পুঁচকে গাড়ির উৎপাদন শুরু, কারখানা থেকে সরাসরি ছবি

By :  SUMAN
Update: 2023-04-13 12:22 GMT

এমজি মোটর (MG Motor) আর ক'দিন পরেই ভারতে তাদের সবচেয়ে সস্তা এবং ক্ষুদ্রতম বৈদ্যুতিক গাড়ি Comet EV লঞ্চ করতে চলেছে। Tata Nano-র থেকেও আকারে ছোট গাড়িটির এবার উৎপাদন শুরু করল তারা। এমজি তাদের কারখানায় তৈরি হওয়া মডেলটির ছবি প্রকাশ করে এ কথা জানিয়েছে। আগামী সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ হবে এটি।

MG Comet EV আগামী ১৯ এপ্রিল ভারতে মুক্তি পাবে

এমজি মোট চীনের বাজারে বিক্রিত Wuling Air EV-এর উপর ভিত্তি করে আগামী ১৯ এপ্রিল Comet EV আনতে চলেছে। এটি ভারতের মধ্যে আকার আকৃতিতে সবচেয়ে ছোট গাড়ির তকমা পেয়েছে। যার প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Tiago EV ও Citroen eC3।

MG Comet EV

MG Comet EV সংস্থার GSEV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসছে। এমজি মোটর বলেছে, বহুমুখী সুবিধা এবং ভেতরে বড় জায়গা থাকার ফলে শহরের ব্যবহারকারীদের জন্য এটি আদর্শ। এতে ব্যবহৃত শক্ত স্টিল উপাদানের ফ্রেম এবং এয়ারব্যাগ যাত্রীদের নিরাপত্তা দেবে। এই প্রসঙ্গে সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক বিজু বালেন্দ্রান বলেন, “এমজি-তে আমরা উদ্ভাবনী এবং দীর্ঘস্থায়ী পরিবহণের সমাধান অফার করতে প্রতিশ্রুতিবদ্ধ। MG Comet-এর মাধ্যমে আমরা ফিউচারিস্টিক এবং বাস্তববাদী ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অফার করতে চলেছে।”

বালেন্দ্রন যোগ করেন, “কমেটের প্রথম প্রোডাকশন লাইনের কথা ঘোষণা করতে পেরে আমরা আপ্লুত। এটি ভারতের ইলেকট্রিক ভেহিকেলের নতুন ভবিষ্যৎ।” অফিসিয়াল লঞ্চের আগে এমজি মোটর তাদের এই গাড়িটির একাধিকবার টিজার প্রকাশ করেছে। এর ড্যাশবোর্ডে ডুয়েল স্ক্রিনের দুটি ছবি সামনে এসেছে। উন্নত স্টিয়ারিং হুইল কন্ট্রোল সমেত গাড়িটিতে দুটি ১০.২৫ ইঞ্চি ডিজিটাল স্ক্রিন থাকছে। যার মধ্যে একটি ইন্সট্রুমেন্ট কন্ট্রোল এবং অপরটি ইনফোটেনমেন্ট হিসেবে ব্যবহার করা হবে।

MG Comet EV-তে একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। ফুল চার্জে যেটি ২৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারবে বলে আশা করা হচ্ছে। ইলেকট্রিক গাড়িটিতে উপস্থিত দুটি ড্রাইভিং মোড – নরমাল এবং স্পোর্ট। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।

Tags:    

Similar News