MG Comet EV নাকি Citroen eC3? সস্তায় কোন বৈদ্যুতিক গাড়ি আপনার জন্য লাভজনক

By :  techgup
Update: 2023-05-14 10:10 GMT

ভারতে বৈদ্যুতিক গাড়ি দুনিয়ায় ছোট মডেলের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। Tata Tiago EV এবং Citroen eC3 এর পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি নতুন নাম- MG Comet EV। যা বর্তমানে দেশের সবচেয় সস্তা ব্যাটারি চালিত চার চাকা। এই তিনটি গাড়ি সেগমেন্ট অনুযায়ী আলাদা হলেও ছোট আকার এবং কম্প্যাক্ট চেহারার হওয়ায় শহরের রাস্তায় চলাচলের জন্য উপযোগী। ব্রিটিশ গাড়ি নির্মাতা এমজি এর নতুন এই ইলেকট্রিক গাড়িটি ডিজাইন ফিচার রেঞ্জ এই সব কটি দিক থেকে Citroen eC3 এর সাথে কতটা টক্কর নিতে পারে তারই প্রতিবেদন রইল আজকে।

MG Comet EV vs Citroen eC3- ডিজাইন ও প্ল্যাটফর্ম

প্রথমেই এমজি কমেট এর কথা বলতে গেলে কমপ্যাক্ট ডিজাইনের এই বৈদ্যুতিক গাড়িটি সংস্থার একদম নতুন GSEV প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে যা এযাবৎ কাল পর্যন্ত অন্য কোনো ইলেকট্রিক কার কিংবা ইঞ্জিন যুক্ত গাড়িতে ব্যবহার করা হয়নি। এই নতুন প্লাটফর্মের জন্যই এমজি কমেট এর বাইরের অংশ এতটা কম্প্যাক্ট লুক পেয়েছে। গাড়িটিতে ১২ ইঞ্চির চাকা, বক্সের মত ডিজাইন, আয়তাকার জানলা এবং তুলনায় যথেষ্ট বড় উইন্ডশিল্ড রয়েছে। সামনের দিকে আকর্ষণীয় ডিআরএল, পিছনে একটানা এলইডি লাইটের স্ট্রিপ এবং উলম্বভাবে লাগানো সামনের হেডলাইট গাড়িটির কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে যথেষ্ট মানানসই।

অন্যদিকে Citroen eC3 এর ডিজাইন তার পেট্রল ও ডিজেল ভার্সনের অনুরূপ রাখা হয়েছে। সামনের দিকে থাকা স্লিট হেডলাইট ডিজাইন বেশ শার্প লুক প্রদানে সাহায্য করেছে। এক ঝলক দেখে ব্যাটারি নাকি জ্বালানি তেল চালিত তা ঠাওর করা মুশকিল। যদিও ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে ইলেকট্রিক ভার্সনটির একদম সামনের ফেন্ডারের উপরেই অবস্থিত এর চার্জিং পোর্ট। তাছাড়াও এই গাড়িটির মেঝেতে ব্যাটারির কম্পার্টমেন্ট থাকায় জীবাশ্ম জ্বালানি চালিত সংস্করণের তুলনায় এর সিটগুলি খানিকটা নিচে লাগানো।

MG Comet EV vs Citroen eC3- ব্যাটারি, রেঞ্জ এবং চার্জিং অপশন

এমজি কমেট কে সব রকম শক্তি সরবরাহ করার জন্য নিচের মেঝেতেই ১৭.৩ কিলোওয়াট আওয়ার এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যা সংস্থার দাবি অনুযায়ী প্রতি চার্জে ২৩০ কিমি পাড়ি দিতে পারে। এর বৈদ্যুতিক মোটরটি পিছনের অ্যাক্সেল এর উপরেই বসানো যা থেকে সর্বোচ্চ ৩৮ বিএইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়। যদিও গাড়িটিতে ফাস্ট চার্জিং এর কোন অপশন নেই। সাধারণ এসি চার্জার এর মাধ্যমে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে ৭ ঘন্টা।

অপর হাতে থাকা Citroen eC3 এর মধ্যে বেশ খানিকটা বড় ২৯.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সংস্থার কথা অনুযায়ী এটি সম্পূর্ণ চার্জে পরিপুষ্ট অবস্থায় ৩২০ কিমি পথ চলতে সাহায্য করে। গাড়িটিকে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করার জন্য ৫৬ বিএইচপি শক্তি এবং ১৪৩ এনএম টর্ক উৎপাদনকারী ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সাধারণ চার্জার এর মাধ্যমে ১০ ঘন্টায় পুরো চার্জ করা গেলেও ডিসি ফাস্ট চার্জারের সাহায্যে ১০-৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৫৭ মিনিট।

তাই এই দিক থেকে বিচার করলে শহরাঞ্চলের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত এমজি কমেট হলেও বাস্তবিক দিক থেকে অধিক রেঞ্জ এবং ফাস্ট চার্জিং এর সুবিধা থাকায় Citroen eC3 অনেকটাই এগিয়ে।

MG Comet EV vs Citroen eC3- ফিচার

এমজি কমেট এর মধ্যে ১০.২৫ ইঞ্চির দুটি ডিসপ্লে দেখতে পাওয়া যায়। এগুলির মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেমের কাজ করলেও অন্যটি ইন্সট্রুমেন্ট কনসোল হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়াও ওয়ারলেস চার্জিং, এলইডি লাইট, সংযুক্তিকরণ বৈশিষ্ট্য, ভয়েস কমান্ড সহ ও স্মার্টফোনের মাধ্যমে চাবি ছাড়াই গাড়ি স্টার্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

Citroen eC3 ফিচারের দিক থেকেও যথেষ্ট এগিয়ে। ১০.২ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, সাদা ও কালো রংয়ের ইন্সট্রুমেন্ট প্যানেল, এলইডি লাইট এই সমস্ত কিছুই দেখতে পাওয়া যায়। তবে ফিচারের দিক থেকে সামান্য এগিয়ে এমজি।

কোনটি কিনবেন?

এই দুটির মধ্যে কোন গাড়িটি কিনবেন সেই উত্তর খুঁজতে গেলে আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত এটি কি আপনার প্রথম এবং একমাত্র গাড়ি? আপনি কি গাড়ি নিয়ে শহরের মধ্যে ঘুরতে চান নাকি দূরে কোথাও পাড়ি দিতে চান? প্রতিদিন কতটা দূরত্ব চলতে হবে আপনাকে?

এই প্রশ্নগুলির উত্তর খুঁজলেই গাড়ি দুটির মধ্যে একটি কে বেছে নেওয়া সহজতর কাজ হবে। আপনার মুখ্য উদ্দেশ্য যদি শহরাঞ্চলের রাস্তায় সামান্য দূরত্ব অতিক্রম করার জন্য হয় তবে অবশ্যই এমজি কমেট এর উপর আস্থা রাখতে পারেন। এটি আপনার গ্যারেজের দ্বিতীয় কিংবা তৃতীয় গাড়ি হলে আদর্শ হয়। তবে আপনি যদি কেবলমাত্র একটি গাড়ি কেনার কথা ভাবেন তবে পর্যাপ্ত স্পেস, অতিরিক্ত রেঞ্জ, দ্রুত চার্জিং এর ব্যবস্থা এই সমস্ত ব্যবহারিক সুবিধা সমৃদ্ধ Citroen eC3 কেনা বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই এটির তুলনায় এমজি কমেট এর দাম সস্তা।

Tags:    

Similar News