2 লাখ টাকা সস্তা হল MG Comet EV, মাত্র 4.99 লাখেই মিলছে দেশের সবথেকে সস্তা বৈদ্যুতিক গাড়ি

By :  SUMAN
Update: 2024-09-20 15:15 GMT

একটি ইলেকট্রিক গাড়ি কিনতে যা খরচ হয় তার অনেকটা অংশ জুড়ে থাকে ব্যাটারির দাম। একটি বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে মূল্যবান অংশ এটাই। তবে ক্রেতাদের সুরাহা দিয়ে ব্যাটারি সাবস্ক্রিপশন অপশন চালু করছে বিভিন্ন কোম্পানি। এক্ষেত্রে গাড়ি থেকে ব্যাটারির দাম বাদ দিয়ে বিক্রি করা হয় এবং কত কিমি চালানো হচ্ছে তার উপর চার্জ ধার্য করা হয়। এতে ইলেকট্রিক গাড়ি কেনার খরচ অনেকটা কমে যায়।

JSW MG Motor এবার তাদের দুই ইভি-তে এমনই সুবিধা যুক্ত করল। MG Comet EV ও ZS EV মডেল দু'টি এখন ব্যাটারি অ্যাজ আ সার্ভিস বা BaaS প্রোগ্রামের অধীনে আনা হয়েছে। এর ফলে Comet EV এখন মাত্র ৪.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বাড়ি আনা যাবে। প্রতি কিলোমিটারে ব্যাটারি রেন্টাল ফি হিসাবে ২.৫ টাকা দিতে হবে।

অন্যদিকে, MG ZS EV-এর দাম শুরু হচ্ছে ১৩.৯৯ (এক্স-শোরুম) লক্ষ টাকা থেকে। গাড়িটির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ব্যাটারির ভাড়া হিসাবে ৪.৫ টাকা দিতে হবে। এছাড়া, কেনার তিন বছর পর বিক্রি করলে ৬০ শতাংশ পর্যন্ত বাইব্যাক ভ্যালু অফার করবে কোম্পানি। ব্যাটারি রেন্টাল প্ল্যান চালুর জন্য বাজাজ ফিনসার্ভ, হিরো ফিনকর্প, ইকোফি অটোভার্ট সহ বেশ কিছু আর্থিক সংস্থার সঙ্গে জোট বেঁধেছে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া।

আরও পড়ুন: Yamaha R1: তুখোড় স্পোর্টস বাইক আনল ইয়ামাহা, শক্তি জানলে চমকে যেতে হবে

জানিয়ে রাখি, এমজি কমেট ইভি বর্তমানে ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি। এটি ফুল চার্জে 230 কিমি চলতে সক্ষম। সাধারণ ভাবে কিনতে ৬.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) দাম পড়বে। জেডএস ইভি মডেলটি ফুল চার্জে ৪৬১ কিলোমিটার রেঞ্জ দেয়। সাধারণ ভাবে দাম ১৮.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News