MG Cyberster: স্রেফ 3.2 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি স্পিড! দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি চলে এল ভারতে

By :  SUMAN
Update: 2024-03-21 13:18 GMT

ইলেকট্রিক গাড়ির ক্ষমতা নিয়ে যারা এখনও সন্দেহ রাখেন, তাদের ধারণার আমূল বদল ঘটালো জেএসডব্লিউ গোষ্ঠী (JSW Group) ও এমজি মোটর ইন্ডিয়ার (MG Motor India) নতুন জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা। সংস্থাদ্বয়ের তরফে Cyberster নামে একটি কনসেপ্ট মডেলের উন্মোচন করা হয়েছে। এটি একটি ইলেকট্রিক সুপারকার। 2021-এ প্রথম আত্মপ্রকাশ করেছিল এই গাড়ি। তবে ভারতে এল প্রথমবার।

JSW MG Motor India ভারতে আনল Cyberster ইলেকট্রিক স্পোর্টসকার

2024-এর শেষের দিকে এটি চীন এবং ইউরোপের বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। MG Cyberster সম্পূর্ণ একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে, যা 2027 E-Motion কুপ কনসেপ্টেও ব্যবহৃত হয়েছিল। ডিজাইনের প্রসঙ্গে বললে এতে রয়েছে স্লিক এলইডি হেডলাইট ও ডিআরএল এবং নিচের দিকে একটি এয়ার ইনটেক। পেছনের দিকে তির্যক টেল লাইট এবং স্প্লিট রিয়ার ডিফুউসার রয়েছে।

গাড়িটির সাইডে রয়েছে বিভিন্ন খাঁজ এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল। তাৎপর্যপূর্ণ ফিচারের তালিকায় উপস্থিত ভার্টিকালি স্ট্যাক ইনফোটেনমেন্ট সিস্টেম সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি সহ অ্যানড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, ইনবিল্ট 5G সিম, কানেক্টেড কার টেক, ওয়্যারলেস চার্জার, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট, একাধিক ড্রাইভ মোড, প্রিমিয়াম বোস অডিও সিস্টেম, দ্বিতীয় পর্যায়ের ADAS, কয়েকটি এয়ারব্যাগ এবং রি-জেনারেটিভ ব্রেকিং।

দুই ধরনের ব্যাটারির বিকল্পে উপলব্ধ MG Cyberster। এর 64 কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেলটি ফুল চার্জে 520 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হবে 308 এইচপি ক্ষমতা। অন্যদিকে 77 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত মডেলের ইলেকট্রিক মোটর থেকে পাওয়া যাবে 535 এইচপি শক্তি এবং 725 এনএম টর্ক। এর সর্বাধিক রেঞ্জ 580 কিলোমিটার। 0-100 কিমি/ঘন্টার গতিবেগ 3.2 সেকেন্ডে তুলতে সক্ষম মডেলটি।

Tags:    

Similar News