দেশের 15টি শহরে আবাসন ও কর্পোরেট অফিসে ইলেকট্রিক গাড়ির ফাস্ট চার্জার ইন্সটল করল MG Motor

By :  SUMAN
Update: 2022-09-12 14:17 GMT

ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড এমজি মোটর (MG Motor) ভারতে ইলেকট্রিক গাড়ির রেঞ্জ নিযে দুশ্চিন্তা কমাতে দেশজুড়ে ফাস্ট চার্জার ইন্সটলের পরিকল্পনা আগেই ঘোষণা করেছিল। গত ৯ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সেই লক্ষ্যপূরণে প্রথমে ধাপ পেরিয়ে গেল তারা। সংস্থাটির তরফে ৫০টির বেশি এসি ফাস্ট চার্জার বসানোর কথা জানানো হয়েছে। যেগুলি ১৫টি শহরে ২৫টির বেশি আবাসিক অঞ্চল এবং কর্পোরেট অফিসে ইন্সটল করা হয়েছে। এটি সংস্থার এমজি চার্জ নামক উদ্যোগের আওতাধীন।

এমজি চার্জের প্রধান লক্ষ্য ভারতের বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন পরিকাঠামোর উন্নতি সাধন। তাই আবাসনে চার্জিং স্টেশন বসানোর ফলে জনসাধারণ বেশি উপকৃত হবেন। লক্ষ্যপূরণে ইতিমধ্যেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), Jio-bp এবং Castrol-এর মতো সংস্থার সাথে জোটবদ্ধ হয়েছে সংস্থাটি। এমজি মোটরের বিশ্বাস, এর ফলে তারা ভারতে আরও বেশি সংখ্যক চার্জিং স্টেশনের ইকোসিস্টেম তৈরি করতে পারবে।

ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে, মাসুল দিতে হবে না এমন ফ্রি অফ কস্ট চার্জিং স্টেশন এবং গাড়ির সার্ভিস অ্যাসিস্ট্যান্স পরিষেবা ভবিষ্যতে চালু করবে তারা। এদিকে চার্জার বসানোর উদ্যোগে গতি এলেও সংস্থার গাড়ি বিক্রি ভারতে বেশ খানিকটা কমেছে। অগাস্টে এদেশে তাদের ৩,৮২৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। যা জুলাইয়ের চেয়েও কম। জুলাইয়ে সংস্থার গাড়ি বেচাকানার সংখ্যা ছিল ৪,০১৩। আর গত বছর আগস্টে এমজি মোটর ৪,৩১৫ ইউনিট গাড়ি বেচেছিল।

এমজি ইন্ডিয়ার গাড়ি বিক্রিতে পতনের প্রধান কারণ হিসেবে জোগান-শৃঙ্খলের সমস্যাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেজন্য গাড়ি উৎপাদনেও প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংস্থা।যে কারণে বিক্রিতে পতন ঘটেছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই পরিস্থিতি বদলাবে বলে মনে করছে সংস্থা। এমনকি ভারতে গাড়ির জোগান ঠিকঠাক ভাবে দিতে, নতুন নতুন উদ্যোগের সাহায্য নিচ্ছে তারা। যেমন আরও বেশি পরিমাণে গাড়ির যন্ত্রাংশের স্থানীয়করণ।

Tags:    

Similar News