মুখে বললেই চলবে এসি ও প্রিয় গান, Jio-র সাহায্যে গাড়িতে অনবদ্য ফিচার দেবে MG Motor
এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ভারতে তাদের গাড়িতে অত্যাধুনিক ফিচার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিশ্বমানের কানেক্টেড টেকনোলজি প্রদান করার লক্ষ্যে চীনের SIAC Motor-এর মালিকানাধীন কোম্পানিটি ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)-এর সাথে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল।
MG Comet EV গাড়িতে Jio-র প্রযুক্তি
এমজি মোটরের দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি হিসেবে Comet EV লঞ্চ করেছে। জিও-র ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এতে হিন্দি ও ইংরেজির সমন্বয়ে তৈরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে। সংস্থার তরফে এই ফিচারের নাম ‘হিংলিশ ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম’ (Hinglish Voice Assistant System) দেওয়া হয়েছে। যা Comet EV-তে যোগ করার জন্য প্রস্তুতি শুরু করেছে এমজি।
নতুন এই ফিচারের আওতায় মিউজিক অ্যাপ, পেমেন্ট অ্যাপ, কানেক্টিভিটি প্ল্যাটফর্ম এবং হার্ডওয়্যার যোগ করবে জিও-র ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি আবার ভারতের প্রথম হিন্দি ও ইংরেজির মিশ্রিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বলে দাবি করেছে সংস্থা। হ্যালো জিও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এমনভাবে তৈরি করা হবে যাতে, ভারতীয়দের বচনভঙ্গি সহজেই বুঝতে পারে এটি।
কোম্পানি বলেছে, নতুন এই ফিচারের সাথে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে ক্রিকেট, আবহাওয়া, সংবাদ, রাশিফল সহ আরও বিভিন্ন তথ্য জানা যাবে। এতে মুখে বলেই গাড়ির এসি অন-অফ করা যাবে। এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে গান বাজানো ও ক্রিকেটের স্কোর জানা যাবে। জিও-র সাথে জোট বাঁধার প্রসঙ্গে সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গৌরব গুপ্তা বলেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কানেক্টেড কার টেকনোলজি এবং এর উদ্ভাবন নেতৃত্ব প্রদান করবে। জিও-র সাথে চুক্তিবদ্ধ হওয়ার ফলে স্মার্ট মবিলিটি ক্ষেত্রে সেরা হয়ে ওঠার কথাও জানান তিনি।