MS Dhoni Cars: শোরুমও লজ্জা পাবে, ধোনির বাড়ির দোতলা জুড়ে শুধু গাড়ি-বাইক, ভিডিয়ো দেখুন

By :  SUMAN
Update: 2023-07-18 13:11 GMT

ভারতীয় তারকাদের মধ্যে গাড়ি ও বাইকপ্রেমী হিসেবে দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির নাম আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রজ্বলিত। কিন্তু তাঁর সংগ্রহ সম্পর্কে ক’জনেরই বা ধারণা রয়েছে। যার হদিস পেতে সম্প্রতি দেশের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ এবং সুনীল জোশি মাহির গ্যারেজে ঢুঁ মারেন। সকলে মিলে একসাথে ভিডিও শুট করেন সেখানে। যা টুইটারে আপলোড করেন ভেঙ্কটেশ প্রসাদ। এরপরই অনুরাগীদের মধ্যে মাহির গ্যারেজ নিয়ে ঢি-ঢি পড়ে যায়। দুই তল গ্যারেজ জুড়ে দেশি-বিদেশি ব্র্যান্ডের মোটরসাইকেল সারি সারি সাজানো। শুধু তাই নয়, তাঁর গ্যারেজে আছে একাধিক নামজাদা গাড়িও।

সম্পূর্ণ ভিডিওটি শুট করেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনী। ভিডিওতে দেখা যায় দোতলার বিল্ডিং জুড়ে রয়েছে গাদাগুচ্ছের মোটরসাইকেল এবং গাড়ি। যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটাগরিকদের। কোন শোরুমেও হয়তো এত সংখ্যক যানবাহন একসাথে নজরে পড়ে না। ভিডিওতে গাড়ির প্রতি মাহির দুর্বলতার বাহবা দিতে দেখা যায় ভেঙ্কটেশ প্রসাদ ও সুনীল জোশি-কে।

https://twitter.com/venkateshprasad/status/1681011927244500992?t=Rsh-cDxLW0GKOCgP94UQqg&s=19

এদিকে রাঁচিতে অবস্থিত মাহির ফার্ম হাউসে যান দুই প্রাক্তন ক্রিকেটার। মাহির গ্যারেজে কোন কোন গাড়ি এক ঝলকে দেখা গিয়েছে আসুন দেখে নেওয়া যাক। তাঁর সংগ্রহে রয়েছে প্রথম প্রজন্মের Mahindra Scorpio, একটি Land Rover Defender, কয়েকটি পুরনো গাড়ি, Nissan 1-Ton এবং Jeep Grand Cherokee TrackHawk। এছাড়া আছে Jawa-র কয়েকটি পুরনো মোটরসাইকেল, Yamaha RD350, Kawasaki H2, TVS Ronin ও TVS Apache RR 310।

ভিডিওতে কয়েকটি মাত্র বাইক ও গাড়িকে চিহ্নিত করা গিয়েছে। বেশিরভাগ মডেলকেই চেনা যায়নি। তবে ধোনির গ্যারেজ থেকে সার্বিকভাবে যেই চিত্র উঠে এসেছে তা হচ্ছে, তিনি নতুন মডেল চাইতেও পুরনো মোটরসাইকেলের প্রতি একটু বেশিই দুর্বল। গ্যারেজের দুই তলাতেই বেশিরভাগ পুরনো দিনের মোটরসাইকেলের দেখা মিলেছে। এর আগের এক ভিডিওতে তার গ্যারেজে পুরনো দিনের Royal Enfield Bullet, Yamaha YZF-R6 ও Suzuki Intruder M1800R-এর দেখা মিলেছিল।

ধোনির গ্যারেজে সবচেয়ে নতুন সংযোজন হিসেবে রয়েছে Kia EV6 GT। যা একটি বৈদ্যুতিক গাড়ি। ভিডিওতে ভেঙ্কটেশ প্রসাদ-কে বলতে শোনা যায়, “এটা বাইকের শোরুম হতে পারে। এইরকম কালেকশন থাকার জন্য মারাত্মক আবেগের প্রয়োজন।” ইতিমধ্যেই এই ভিডিওটি ১৮ লক্ষ ভিউ পার করে গিয়েছে।

Tags:    

Similar News