Bajaj CT 150X: বাজাজের নয়া চমক, আনছে 150cc বাইক, থাকতে পারে পালসারের ইঞ্জিন!

By :  SUMAN
Update: 2023-11-18 09:04 GMT

ভারতের কমিউটার মোটরসাইকেল মার্কেটে বাজাজ অটো (Bajaj Auto)-র দাপট সর্বজনবিদিত। বর্তমানে সংস্থার ১০০ সিসি বাইকের চাহিদা সর্বত্র। এছাড়াও, ১১০ ও ১২৫ সিসি বিভাগেও ক্রেতা টানার মতো মডেলের সমাহার রয়েছে বাজাজের ঝুলিতে। এখন শোনা যাচ্ছে, নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণে নতুন CT বাইক বাজারে আনতে চলেছে তারা। যার নাম হবে Bajaj CT 150X। জল্পনা বাড়িয়ে বাইকটিকে খুব সম্প্রতি ভারতের রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে। জানিয়ে রাখি, বর্তমানে উক্ত রেঞ্জে CT 110X ও CT 125X বিক্রি করে সংস্থা।

Bajaj CT 150X বাজারে আসছে

সম্প্রতি ভারতের রাস্তায় Bajaj CT 110X-এর আদলে তৈরি ভিন্ন ইঞ্জিন সমেত একটি মোটরসাইকেল দেখা গিয়েছে। দাবি করা হয়েছে, ভারতীয় সংস্থাটি ১৫০ সিসি ক্ষমতার একটি নতুন কমিউটার মোটরবাইক আনতে চলেছে। এতে পালসারের ১৫০ সিসি ইঞ্জিন থাকবে বলেও মত বিশেষজ্ঞদের।

ব্যাপকভাবে ক্যামোফ্লেজ দ্বারা আবৃত বাইকটি পুণের রাস্তায় ধরা দিয়েছে, যেখানে বাজাজের সদর দপ্তর অবস্থিত। ডিজাইনের দিক থেকে CT সিরিজের সাথে আপকামিং মোটরসাইকেলটির উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা গেছে। যেমন বেসিক হ্যালোজেন ইন্ডিকেটর সমেত গোলাকৃতি হেডল্যাম্প, ব্রেস হ্যান্ডেলবার, রেগুলার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রাবারের গেইটর রয়েছে এতে।

টেস্টিং মডেলে সিঙ্গেল পিস সিট ও চওড়া গ্র্যাবরেলের দেখা পাওয়া গেছে। যার সাথে CT 125X-এর অনেক মিল বর্তমান। অন্যান্য হাইলাইট হিসেবে CT 150X-তে রয়েছে শাড়ি গার্ড, ইঞ্জিন ক্র্যাশ গার্ড, রিয়ার টায়ার হাগার এবং টো শিফ্টার গিয়ার লিভার। কুলিং ফিন দেখে অনুমান করা হচ্ছে, ইঞ্জিনটি এয়ার কুল্ড হবে। যদিও পাওয়ার ও টর্ক এখনও অজানা। CT 125X-এর সমান মাপ ও আকৃতির ডিস্ক ব্রেক রয়েছে এতে। মূলত Pulsar P150 বন্ধ হওয়ার ফলে সমক্ষমতার একটি রাগড বাইক বাজাজের প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News