নতুন Bajaj Pulsar 250-এর আগমনে বিক্রি কমার আশঙ্কা, চাপে এই জনপ্রিয় বাইকগুলি
আজ 10 এপ্রিল ভারতে নতুন অবতারে আত্মপ্রকাশ করছে Bajaj Pulsar N250। কোয়ার্টার-লিটার এই স্ট্রিটফাইটার বাইক একঝাঁক তাৎপর্যপূর্ণ আপডেট পেতে চলেছে। যে তালিকায় থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রাকশন কন্ট্রোল ও আরও অন্যান্য আপগ্রেড। বর্তমানে বাজাজ অটো'র (Bajaj Auto) এই বাইক সিঙ্গেল ভ্যারিয়েন্টে পাওয়া যায় ও দাম 1.50 লাখ (এক্স-শোরুম)। বাইকটির একাধিক প্রতিপক্ষ বাজারে বর্তমান এবং আপডেটেড Pulsar 250 লঞ্চের পর বিক্রি কমার আশঙ্কা রয়েছে এই 5 বাইকের।
Suzuki Gixxer 250
এখন Bajaj Pulsar N250-র একমাত্র প্রত্যক্ষ প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Suzuki Gixxer 250। দাম 1.84 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অর্থাৎ তুলনামূলকভাবে Pulsar N250 অধিক সস্তার। Gixxer 250 একটি 249 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিনে চলে। এটি থেকে 9,300 আরপিএম গতিতে সর্বোচ্চ 26.1 বিএইচপি শক্তি এবং 7,300 আরপিএম গতিতে 22.2 এনএম টর্ক পাওয়া যায়। ট্রান্সমিশনের দায়িত্ব পালন করতে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স।
TVS Ronin
1.49 লাখ থেকে 1.72 লাখ টাকা এক্স-শোরুম মূল্যের TVS Ronin একটি 226.9 সিসি পেট্রোল ইঞ্জিনে ছোটে। এর সর্বাধিক আউটপুট 20.1 বিএইচপি এবং 20.1 এনএম। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে 5-গতির গিয়ারবক্স সমেত স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। ওজন 158 কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 14 লিটার।
KTM Duke 200
Bajaj Pulsar N250 ছাড়াও উক্ত সেগমেন্টে রয়েছে KTM Duke 200। এতে উপস্থিত একটি 199.5 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে 10,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 24.6 বিএইচপি শক্তি এবং 8,000 আরপিএম গতিতে 19.3 এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে দেওয়া হয়েছে 6-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। দাম 1.97 লাখ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Dominar 250
250 সিসি সেগমেন্টে Bajaj Dominar 250 একটি অতি জনপ্রিয় মডেল। বাইকটির 250 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড DOHC, ফোর ভাল্ভ ইঞ্জিনের ক্ষমতা 8,500 আরপিএম গতিতে সর্বোচ্চ 26.6 বিএইচপি এবং 6,500 আরপিএম গতিতে 23.5 এনএম টর্ক। এতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। বাইকটি কিনতে খরচ পড়ে 1.79 লাখ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Pulsar 220F
Bajaj Pulsar N250-এর কাছাকাছি ক্ষমতার ইঞ্জিন সহ Bajaj Pulsar 220F-এর বাজারে যথেষ্ট সুনাম রয়েছে। 2022-এ নতুন ভার্সনে লঞ্চ হয়েছিল এই বাইক। সেমি-ফেয়ার্ড এই বাইক Pulsar N250-এর তুলনায় অধিক সস্তার। এতে রয়েছে একটি 220 সিসি, অয়েল কুল্ড ইঞ্জিন। যা 20.11 বিএইচপি এবং 18.55 এনএম টর্ক উৎপাদনে সক্ষম।