New Maruti Alto থেকে Hyundai Tucson, দীর্ঘ অপেক্ষার পর নতুন অবতারে যে 3 সুপারহিট গাড়ি আগস্টে লঞ্চ হবে
জুলাই পথ দেখিয়েছিল। আর আগস্টে সেই বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। চলতি মাসে প্রকাশ্যে আসার পর আগামী ৪ আগস্ট লঞ্চ হতে চলেছে চতুর্থ প্রজন্মের Hyudai Tucson। আবার জুলাইয়ে উন্মোচিত হওয়ার পর সামনের মাসে Toyota Urban Cruiser Hyryder এসইউভির দাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, নেক্সট জেনারেশন Maruti Suzuki Alto আগস্টেই অভিষেক করবে বলেই অনুমান। কারণ ইতিমধ্যেই একে বিজ্ঞাপণী ভিডিয়োর শ্যুটিংয়ে দেখা গিয়েছে। যদিও সংস্থার তরফে লঞ্চ নিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। আগস্টে লঞ্চ হতে চলা এই তিন গাড়ি নিয়ে নীচে সংক্ষিপ্ত আলোচনা রইল।
Hyudai Tucson
আর্ন্তজাতিক বাজারে হুন্ডাই-এর বেস্ট-সেলিং মডেল Tucson এগারো দিন আগে দেশীয় বাজারে উন্মোচিত হয়েছে। বুকিং চলছে। আপডেটেড ডিজাইন ছাড়াও গাড়িটির অন্যতম আকর্ষণ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। যা ভারতে সংস্থার কোনও গাড়িতে এই প্রথম৷ এই বৈশিষ্ট্য চালকের সাহায্য ছাড়াই নানা কাজ করতে সক্ষম। চালকের ত্রুটিতে দুর্ঘটনার ও মৃত্যুর আশঙ্কা এড়ানোর জন্য এতে ১৯ ধরনের স্মার্টসেন্স এডিএএস ফিচার বর্তমান। গাড়িটি ইঞ্জিনের ২.০ লিটার ফোর সিলিন্ডার সাধারণ পেট্রোল ইঞ্জিন এবং ২.০ লিটার VGT টার্বো ডিজেল ইঞ্জিনের সাথে এসেছে।
Toyota Urban Cruiser Hyryder
জুলাইয়ের প্রথম দিনেই Urban Cruiser Hyryder এর উপর থেকে পর্দা সরিয়েছে Toyota। এর হাত ধরেই দেশে মাঝারি-আকারের এসইউভি মার্কেটে প্রবেশ করতে চলেছে তারা। আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও প্রকাশ না হলেও, দাম ঘোষণা সামনের মাসে হবে বলে মনে করা হচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শুরু হয়েছে বুকিং। খরচ হবে ২৫,০০০ টাকা। মাইল্ড ও স্ট্রং হাইব্রিড ইঞ্জিন অপশনে উপলব্ধ হবে গাড়িটি। অল-হুইল ড্রাইভ পাওয়ারট্রেন, প্যানারমিক সানরুফ, হেডস আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, নয় ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম-সহ নানা মডার্ন ফিচার রয়েছে এতে।
উল্লেখ্য, গাড়িটি মারুতি ও সুজুকি যৌথ ভাবে ডেভেলপ করেছে। খুব সম্প্রতি এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Maruti Grand Vitara আত্মপ্রকাশ করেছে। এটি সেপ্টেম্বরে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। বাজারে উপলব্ধ এসইউভি গাড়িগুলির মধ্যে সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন রয়েছে এতে।
Maruti Suzuki Alto
তৃতীয় প্রজন্মের Maruti Alto আগামী ১৮ আগস্ট লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। দেশের সবচেয়ে সস্তা এই হ্যাচব্যাকের ভেতর ও বাইরে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন আকার বাড়বে এবং ডিজাইন আরও আকর্ষনীয় হবে। এর ৭৯৬ সিসি ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি ক্ষমতা এবং ৬৯ এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। ফিচারগুলির তালিকায় আপডেটেড ড্যাশবোর্ড, নতুন টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে, ইঞ্জিন স্টার্ট/স্টপ বাটন দেখার সম্ভাবনা।