নতুন Bullet 350 থেকে Bajaj-Triumph জুটির প্রথম বাইক, এই বছর আকর্ষণীয় সব টু-হুইলার লঞ্চের অপেক্ষায়
এ কথা অস্বীকার করার জো নেই যে, ভারতের টু-হুইলারের বাজারে সর্বাধিক বেচাকেনার অবদান রাখে কমিউটার বাইক এবং স্কুটার। কিন্তু বিগত ক'বছর ধরে প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়াতে এসেছে নতুন চাহিদা। ইদানিং তরুণ প্রজন্মের মধ্যে এ জাতীয় বাইক কেনার প্রবণতা প্রকট হয়ে উঠেছে। যা প্রত্যক্ষ করে কোম্পানিগুলিও উজার করে নিজেদের সম্ভার হাজির করছে। এ বছর ইতিমধ্যেই এমন বেশ কিছু টু-হুইলার লঞ্চ হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মডেল হাজির হতে চলেছে। তেমন পাঁচটি সেরা মোটরসাইকেল সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
Royal Enfield Himalayan 450
তালিকার প্রথমে রয়েছে Himalayan 450। ভারতের রাস্তায় একাধিকবার দর্শন পাওয়া মোটরসাইকেলটি এবারে নতুন লিকুইড কুল্ড ইঞ্জিন সমেত হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে। পুরনো হিমালয়ানের উপর ভিত্তি করে আসন্ন মডেলটি আসবে। যেটি একটি অ্যাডভেঞ্চার টুরার গোত্রের। এর আউটপুট KTM 390-এর সমতুল্য হতে পারে।
ফিচারের তালিকায় খাচ্ছে একটি নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, সুইচেবল এবিএস এবং টিউব টায়ার সহ স্পোক রিম। নতুন হিমালয়ানে নয়া ট্যাঙ্ক, উন্নত হেডল্যাম্প, নতুন ফ্রন্ট এবং রিয়ার সেকশনের দেখা মিলবে। এর ইঞ্জিনটি ভবিষ্যতে একাধিক বাইকে ব্যবহার করতে পারে রয়্যাল এনফিল্ড।
স্পোক হুইল সহ KTM 390 Adventure
এবারে নতুন স্পোক হুইল সহ 390 Adventure আনছে কেটিএম। অ্যাডভেঞ্চার মডেলটি বর্তমানে অ্যালয় রিমের বিকল্পে অফার করা হয়। ইলেকট্রনিক প্যাকেজে তিনটি এবিএস মোডের দেখা মিলতে পারে। তবে হুইল ছাড়া এতে তেমন কোন পরিবর্তন নজরে পড়বে না। আগের মতই একটি ৩৭৩ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে বাইকটি। যা থেকে ৪৩ এইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে।
Royal Enfield Bullet 350
রয়্যাল এনফিল্ডের নতুন লঞ্চের তালিকায় থাকা অপর মোটরসাইকেলটি হল Bullet 350-এর আপডেটেড ভার্সন। J প্ল্যাটফর্ম হাজির হওয়ার পর থেকে বর্তমানে সংস্থার লাইনআপে থাকা এটিই একমাত্র বাইক, যাতে কোম্পানির পুরনো ৩৫০ সিসি ইঞ্জিন রয়েছে। তবে এবারে এতে Meteor 350 ও Classic 350-তে ব্যবহৃত মোটরটি দেওয়া হবে। আবার Hunter 350-তেও এই একই মিল দেওয়া হয়েছে। যা থেকে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে বলে আশা করা যায়।
Yamaha-র বড় বাইক
অবশেষে ইয়ামাহা ভারতে মাঝারি ওজনের সেগমেন্টে তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। যেগুলি হল – Yamaha YZF R7 ও MT-07। ইতিমধ্যেই বাইক দুটোই সংস্থার বিভিন্ন ডিলারশিপে প্রদর্শন করা হয়েছে। আবার বেশ কিছু ডিলার এদের বুকিং গ্রহণ শুরু করে দিয়েছে। যার জন্য ১০,০০০-২০,০০০ টাকা লাগছে। ২০২৩-এর দ্বিতীয়ার্ধে বাজারে পা রাখতে পারে বাইক দুটি।
Bajaj-Triumph-এর একসাথে তৈরি বাইক
দীর্ঘদিনের অংশীদারিত্ব এবারে বাস্তবতায় রূপ পেতে চলেছে।। বাজাজ-ট্রায়াম্ফ ভারতে তাদের যৌথভাবে তৈরি একটি মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া ছবি দেখে অনুমান করা হচ্ছে এ বছরই এটি বাজারে হাজির করা হবে। ভারতের পর বিদেশের বাজারেও পা রাখবে মোটরসাইকেলটি। এটি Royal Enfield-এর টু-হুইলারের সাথে সম্মুখ সমরে নামবে।