Hero Xtreme 200S 4V: হিরোর নতুন স্পোর্টস বাইক হাজির, নজরকাড়া লুক-ফিচার্স, দাঁড়িয়ে দেখবে সবাই
হিরো মোটোকর্প (Hero MotoCorp) ইদানিং তাদের প্রিমিয়াম মোটরসাইকেলের সম্ভার পাকাপোক্ত করতে মনোনিবেশ করেছে। ফোর ভাল্ভ প্রযুক্তির ক্ষেত্রেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আরও একবার যার প্রমাণ মিলল। দেশে বৃহত্তম টু-হুইলার সংস্থাটি তাদের Xtreme 200S স্পোর্টস বাইকের নতুন ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক ভাবে লঞ্চের কথা ঘোষণা করল। নতুন Hero Xtreme 200S 4V বাইকটির দাম ১.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। কিছুদিন আগেই Xtreme 160R-এর 4V মডেল লঞ্চ করেছিল হিরো। এই নতুন টেকনোলজি ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলটি থেকে আরও বেশি শক্তি উৎপাদনে সহায়তা করবে। Xtreme 200S-এর ফোর ভাল্ভ ট্রিমের দাম বাজার চলতি Xtreme 200S 2V-এর চাইতে ৬,০০০ টাকা বেশি।
Hero Xtreme 200S 4V: ইঞ্জিন
নতুন Hero Xtreme 200S 4V-তে শক্তি উৎপাদনের জন্য রয়েছে একটি ২০০ সিসি, ফোর ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ১৮.৮ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। আগের মডেলের চাইতে ৬% শক্তি এবং ৫% টর্ক অধিক পাওয়া যাবে। গিয়ারের সংখ্যা পাঁচ।
Hero Xtreme 200S 4V: কালার ও ডিজাইন
নতুন Hero Xtreme 200S 4V তিনটি নতুন কালার স্কিমে বেছে নেওয়া যাবে – মুন ইয়েলো, প্যানথার ব্ল্যাক মেটালিক এবং স্টিলথ এডিশন। ডিজাইনের প্রসঙ্গে বললে ফুল-ফেয়ার্ড সুপারস্পোর্ট মডেলটিতে রয়েছে স্বচ্ছ উইন্ডস্ক্রিন সহ শার্প হেডল্যাম্প, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর, রেড স্টিকারিং সহ মাল্টি স্পোক ১৭ ইঞ্চি ব্ল্যাক অ্যালয় হুইল, একটি সিঙ্গেল পিস সিট, সাইড মাউন্টেড এগজস্ট সিস্টেম, ব্ল্যাক ফিনিশ ইঞ্জিন, রিয়ার টায়ার হাগার, কম্প্যাক্ট টেল সেকশন ইত্যাদি।
Hero Xtreme 200S 4V: ফিচার্স
ফিচার হিসেবে নতুন মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে এসএমএস ও কল এলার্ট সমর্থিত ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টার্ন বাই টার্ন নেভিগেশন, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ৭-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক রিয়ার সাসপেনশন, ক্লিক-অন হ্যান্ডেলবার, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, ১২.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। বাইকটির মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ নিমি।