Bajaj Pulsar 220F নাকি সদ্য লঞ্চ হওয়া Hero Xtreme 200S 4V, 1.5 লাখের মধ্যে সেরা কোন বাইক?

By :  SUMAN
Update: 2023-07-20 07:53 GMT

ভারতের ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলের বাজারে হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের Xtreme 200S 4V ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক লঞ্চ করেছে। দাম রাখা হয়েছে ১.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি Xtreme 200S-এর স্ট্যান্ডার্ড মডেলের স্পোর্টি ফুল-ফেয়ার্ড ভার্সন। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Bajaj Pulsar 220F। তাহলে দুই বাইকের মধ্যে সেরা কে। চলুন এই প্রতিবেদনে বাইক দু’টির তুলনার মাধ্যমে এর উত্তর খোঁজা যাক।

Hero Xtreme 200S 4V vs Bajaj Pulsar 220F : ইঞ্জিন স্পেসিফিকেশন

Xtreme 200S 4V-তে দেওয়া হয়েছে একটি ১৯৯.৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, ফোর ভাল্ভ ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স।

অন্যদিকে Bajaj Pulsar 220F একটি ২২০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, টু-ভাল্ভ ইঞ্জিনে ছোটে। এটি থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ২০.১১ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ১৮.৫৫ এনএম টর্ক পাওয়া যায়। এতেও ৫-স্পিড গিয়ারবক্স রয়েছে। শক্তির দিক থেকে Pulsar 220F কিন্তু Xtreme 200S 4V-এর চাইতে এগিয়ে।

Hero Xtreme 200S 4V vs Bajaj Pulsar 220F : হার্ডওয়্যার স্পেসিফিকেশন

Xtreme 200S ও Pulsar 220F উভয় মোটরসাইকেলে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন সেটআপ। যদিও পালসার-এর মডেলটিতে উপস্থিত ৫-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। যেখানে Xtreme পেয়েছে ৭-স্টেপ অ্যাডজাস্টেবল ইউনিট। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ উভয় জাগায় সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

আবার উভয় মডেলের সামনে ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। এক্সট্রিম-এর ওজন পালসার-এর চাইতে সামান্য কম। বাইক দু'টির ওজন যথাক্রমে ১৫৮ কেজি ও ১৬০ কেজি। তাই রাস্তায় দুটির হ্যান্ডলিং প্রায় সমান বলা যায়।

Hero Xtreme 200S 4V vs Bajaj Pulsar 220F : ফিচার্স

Xtreme 200S 4V-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অল এলইডি ইলুমিনেশন, স্মার্টফোন কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন। তুলনাস্বরূপ Pulsar 220F-এ রয়েছে ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল এবং একটি হ্যালোজেন হেডলাইট। Xtreme 200S 4V-তে উপস্থিত কিক এবং ইলেকট্রিক স্টার্টার। যেখানে Pulsar 220F কেবলমাত্র ইলেকট্রিক স্টার্টারে উপলব্ধ।

Hero Xtreme 200S 4V vs Bajaj Pulsar 220F : দাম

Hero Xtreme 200S 4V-এর দাম ১.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এদিকে Bajaj Pulsar 220F দাম এর চাইতে ৩,০০০ টাকা কম। যা ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তাই দাম এবং পারফরম্যান্সের কথা বিচার করে Hero Xtreme 200S 4V-এর তুলনায় Bajaj Pulsar 220F-কেই এগিয়ে রাখছি আমরা।

Tags:    

Similar News